শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে চা বাগানগুলোতে স্যানিটেশন ও সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করতে মালিকদের তাগিদ দেওয়া হয়েছে। শ্রমঘন এলাকায় শ্রমিকদের জন্য বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে।
শনিবার রাজশাহীর জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি বিষয়ক নিরাপত্তা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট অডিটোরিয়ামে ‘জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি বিষয়ক সম্মেলন-২০২৫’-এ প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা প্রশিক্ষণ ইনস্টিটিউট (এনওএসএইচটিআরআই) বাংলাদেশে কর্মক্ষেত্রের নিরাপত্তা ও শ্রম মান উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ। কর্মক্ষেত্রে দুর্ঘটনা প্রতিরোধ, শ্রমিকদের পুনর্বাসন এবং আন্তর্জাতিক শ্রম মানদণ্ড বাস্তবায়নে এই প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উপদেষ্টা বলেন, ইতোমধ্যে শ্রম সংস্কার কমিশন তাদের সুপারিশ জমা দিয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় কমিশনের বিভিন্ন সুপারিশ যাচাই-বাছাই করছে।
বর্তমানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে গবেষণা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সরকারের বিভিন্ন গবেষণায় পাবলিক বিশ্ববিদ্যালয়কেও অন্তর্ভুক্ত করা দরকার। শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, যা শ্রম অধিকার, নীতি ও প্রশিক্ষণে সহায়তা করবে।
তিনি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণায় সম্পৃক্ততা বৃদ্ধির ওপর জোর দেন।
কেএন/টিএ