ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা বহাল রাখল কানাডা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় অস্ত্র ব্যবহার ঠেকাতে ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা বহাল রাখার ঘোষণা দিয়েছে কানাডা। মূলত গাজায় যে কোনো ধরনের সামরিক ব্যবহারযোগ্য পণ্য রপ্তানি বন্ধে দেশটি তার অবস্থান পুনরায় স্পষ্ট করেছে।

রোববার (৩ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

শনিবার কানাডার পররাষ্ট্রমন্ত্রী আনিতা আনন্দ এক বিবৃতিতে জানান, গাজায় ব্যবহারের সম্ভাবনা আছে— এমন সামগ্রী রপ্তানির জন্য ২০২৪ সালের জানুয়ারি থেকে কোনো নতুন লাইসেন্স অনুমোদন করা হয়নি।

তিনি বলেন, “গাজায় ব্যবহৃত হতে পারে— এমন সামরিক পণ্যের লাইসেন্স আমরা ২০২৪ সালের শুরুতেই স্থগিত করেছি এবং এখনও তা স্থগিতই রয়েছে। কোনো অনুমোদন দেওয়া হয়নি।”

সম্প্রতি গত ২৯ জুলাই প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়, কানাডা থেকে ইসরায়েলে এখনও অস্ত্র যাচ্ছে। এ প্রসঙ্গে আনন্দ বলেন, “প্রতিবেদনের বেশ কিছু দাবি বিভ্রান্তিকর এবং বাস্তবতা বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।”

তিনি ব্যাখ্যা করেন, “প্রতিবেদনে যেগুলোকে গুলি বলা হয়েছে, সেগুলো আসলে পেইন্টবল ধাঁচের। এগুলোর সঙ্গে এমন যন্ত্রও ছিল, যা আগ্নেয়াস্ত্রকে সাধারণ গোলাবারুদ ব্যবহারে অকার্যকর করে তোলে। এগুলো যুদ্ধক্ষেত্রে ব্যবহারের উপযোগী নয়। যদি কেউ এমন কিছু ব্যবহারের চেষ্টা করে, তা হলেও সেটির জন্য লাইসেন্স লাগবে— আর সেই লাইসেন্স কখনোই দেওয়া হতো না।”

তিনি আরও নিশ্চিত করেন, “লাইসেন্স স্থগিত হওয়ার আগ থেকেই কোনো কানাডীয় প্রতিষ্ঠান ইসরায়েলে মর্টার সরবরাহ করেনি— সরাসরি বা পরোক্ষভাবে কোনও ভাবেই নয়।”

আনন্দ জানান, কোনো প্রতিষ্ঠান যদি বৈধ লাইসেন্স ছাড়া সামরিক সরঞ্জাম রপ্তানি করে, তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যার মধ্যে জরিমানা, জব্দ এবং ফৌজদারি অভিযোগও অন্তর্ভুক্ত রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, “আমরা কখনোই কানাডায় তৈরি অস্ত্রকে এই সংঘাতে ব্যবহৃত হতে দেব না।”

উল্লেখ্য, গত ২৯ জুলাইয়ের প্রতিবেদনে চারটি এনজিও — ওয়ার্ল্ড বিয়ন্ড ওয়্যার, ফিলিস্তিনি যুব আন্দোলন, কানাডিয়ানস ফর জাস্টিস অ্যান্ড পিস ইন দ্য মিডল ইস্ট এবং ইনডিপেনডেন্ট জিউিশ ভয়েসেস — ইসরায়েলি ট্যাক্স কর্তৃপক্ষের তথ্য উদ্ধৃত করে দাবি করে যে, ‘মিলিটারি ওয়েপন পার্টস ও অ্যামুনিশন’ নামের কানাডীয় সামগ্রী এখনো ইসরায়েলে যাচ্ছে।

মঙ্গলবার অটোয়ায় এক সংবাদ সম্মেলনে ফিলিস্তিনি যুব আন্দোলনের ইয়ারা শুফানি বলেন, “এই তথ্য থেকে স্পষ্ট, কানাডা সরকারের অস্বীকার সত্ত্বেও দেশটি ইসরায়েলকে এখনো বাস্তবিক সহায়তা দিচ্ছে।”

সংগঠনগুলো কানাডা থেকে ইসরায়েলে সামরিক সরঞ্জাম পাঠানোর প্রমাণ হিসেবে বাণিজ্যিক শিপমেন্টের কাগজপত্রও উপস্থাপন করেছে।

এফপি/ টিকে

Share this news on:

সর্বশেষ

img
বন্ধুত্ব দিবসে আসছে ‘সাইড হিরোজ’, থাকছেন বরুণ-অভিষেক-অপরশক্তি Aug 04, 2025
ইশতেহারে সেকেন্ড রিপাব্লিক ও নতুন সংবিধান রচনার ঘোষণা নাহিদ ইসলামের Aug 04, 2025
ছাত্রদলের সমাবেশ ঘিরে প্রস্তুতি, রাতেই আসছেন নেতাকর্মীরা! Aug 04, 2025
বাংলাদেশকে বড় অংকের ঋণ দিচ্ছে এডিবি Aug 04, 2025
ছাত্রদলের সমাবেশে যা বললেন,আসাদুজ্জামান রিপন Aug 04, 2025
ইসরায়েলি পাইলটদের মুখোশ খুলে দিলো ইরান, শুরু হয়েছে প্রতিশোধ Aug 04, 2025
img
ঢাকায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ২১ নেতাকর্মী গ্রেপ্তার Aug 04, 2025
img
২০ বছর ইউনাইটেডে থাকতে চান আমোরিম Aug 04, 2025
img
নাটোরে চাঁদাবাজির সময় ভুয়া এনএসআই সদস্য আটক Aug 04, 2025
img
রামপালে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ২০ Aug 04, 2025
img
ঝালকাঠির সাবেক মেয়র লিয়াকত আলী গ্রেপ্তার Aug 04, 2025
img
ভক্তদের বিভক্ত করেছে দুই সিনেমার ট্রেলার! Aug 04, 2025
img
রংপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ২ জনের Aug 04, 2025
img
ইয়ামিন হত্যার ঘটনায় সাবেক এএসআই মোহাম্মদ আলী রূপগঞ্জ থেকে গ্রেপ্তার Aug 04, 2025
img
ছাত্রলীগে লুকিয়ে থাকা শিবিরকে বাঁচাতে সহায়তা করার ন্যারেটিভটি সম্পূর্ণ মিথ্যা: সাদিক কায়েম Aug 04, 2025
img
সাভারের আশুলিয়ায় লরিচাপায় প্রাণ গেল ৩ জনের Aug 04, 2025
img
সিএসকের আগে থেকেই চেন্নাইয়ের সাথে আমার সম্পর্ক : ধোনি Aug 04, 2025
img
ভালোবাসার টানে মালয়েশিয়ান তরুণী চুয়াডাঙ্গায় Aug 04, 2025
img
কাপ্তাই লেকে পানি বিপদসীমায়, খুলে দেওয়া হবে ১৬ জলকপাট Aug 04, 2025
img
এক ছবিতে ভাইরাল জাপানি তরুণী সাওরি আরাকি Aug 04, 2025