২৫ বছর বয়সী থাই কোচ এনেছে টিটি ফেডারেশন

সকল ডিসিপ্লিনেই ২৫ বছর বয়স খেলার জন্য উপযুক্ত। থাইল্যান্ডের প্যাটারাথ্রোর্ন পাসারা এই বয়সেই কোচের দায়িত্বে। সেই পাসারাকেই বাংলাদেশ টেবিল টেনিস (টিটি) ফেডারেশন কোচ হিসেবে আনছে।

বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের ক্যাম্পে রয়েছেন ছয়বারের জাতীয় চ্যাম্পিয়ন মাহবুব। যার বয়স প্রায় পঞ্চাশ। নারী দলের অন্যতম খেলোয়াড় সোনাম সুলতানা সোমার ক্যারিয়ার প্রায় দুই দশক। নারী পুরুষ মিলিয়ে অনেক খেলোয়াড়ের ক্যারিয়ারই এই থাই কোচের বয়সের কাছাকাছি। এত কম বয়সী কোচ আনা ও তার অধীনে সিনিয়র খেলোয়াড়দের অনুশীলন নিয়ে ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এএম মাকসুদ আহমেদ (সনেট) বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল চাইনিজ কোচ আনা। বাজেট, ভাষাসহ নানা কারণে পারিনি। আন্তর্জাতিক অঙ্গন থেকেই থাই কোচের সন্ধান পাই। এশিয়ার অনেক দেশ বিশেষত ভারতীয় কর্মকর্তারা তাকে হাইলি রেট করেছে। এজন্যই তাকে বেছে নেওয়া। আমাদের খেলোয়াড়দের অনেকের বয়স তার চেয়ে বেশি এটা ঠিক। এখানে কোচ-খেলোয়াড়ের মধ্যে বয়স বিবেচ্য বিষয় হওয়ার কথা নয়, তিনি শেখাবেন, সেটা শেখার ও রপ্ত করার মানসিকতা থাকতে হবে।’

বাংলাদেশের টেবিল টেনিসে খেলোয়াড়-কর্মকর্তা দূরত্ব বা সংকট অনেক স্বাভাবিক ঘটনা। তবে কোচ-খেলোয়াড় দ্বন্দ্ব সেভাবে দেখা যায়নি। ফেডারেশন মাত্র ২৫ বছর বয়সী একজনকে কোচ করে আনায় নতুন সংকট তৈরি হওয়ার শঙ্কা দেখছেন টিটি সংশ্লিষ্ট অনেকে। সাত-আট বছর আগে ঢাকা আবাহনী ফুটবল দলে ৩২ বছর বয়সী নাথান হলকে হেড কোচ করে এনেছিল। কয়েক মাস পরই বিদায় করতে বাধ্য হয় তাকে। দেশের ক্রীড়াঙ্গনে কোনো খেলায় ২৫ বছর বয়সী বিদেশি কোচ আনার ঘটনা দেখা যায়নি। এমনকি বাংলাদেশেও এই বয়সী কোচের সংখ্যা একেবারেই নগণ্য।

মাত্র ২৫ বছর বয়সী এই থাই কোচের আন্তর্জাতিক টেবিল টেনিস ক্যারিয়ার খুব দীর্ঘ নয়। ২০২২ সালের এপ্রিলে তার ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং ৩১৪ নম্বরে ছিল। তখন তিনি সাউথইস্ট এশিয়ান চ্যাম্পিয়ানশিপে পুরুষ দলের হয়ে স্বর্ণপদক অর্জন করেন। এ ছাড়া ২০২৪ সালের চিং মি সার্কিট কিংস কাপে তিনি যথাক্রমে স্বর্ণ ও রৌপ্যপদক লাভ করেন। ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এএম মাকসুদ আহমেদ জানান, থাই কোচ আনার পাশাপাশি আমাদের ইচ্ছা আছে বিদেশ থেকে সহকারী কোচ বা প্র্যাকটিস পার্টনার আনার ব্যাপারে। এ ছাড়া আমাদের প্রশিক্ষণার্থীদের দেশের বাইরের একাডেমিতে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের জন্য পাঠানোর ইচ্ছা রয়েছে।

অক্টোবরে বাহরাইনে ৩য় এশিয়ান ইয়ুথ গেমস, নভেম্বরে সৌদি আরবে ইসলামিক সলিডারাটি গেমস এবং জানুয়ারিতে পাকিস্তানে এসএ গেমস রয়েছে। এই তিন গেমসের সামনে উন্নত প্রশিক্ষণের জন্য থাইল্যান্ড থেকে কোচ আনছে ফেডারেশন। আজ (রোববার) এই কোচের সঙ্গে দুই মাসের সাময়িক চুক্তি হয়েছে। কোচের পারফরম্যান্স সন্তোষজনক হলে ভবিষ্যতে তার চুক্তির মেয়াদ বাড়তে পারে।

এই মুহূর্তে ক্যাম্পে অনূর্ধ্ব-১৭ বালক ও বালিকাদের ৮ জনের একটি টিম রয়েছে। এ ছাড়া পুরুষ ও মহিলা সিনিয়র দলের প্রায় ১৬ জন করে ৩২ জন ক্যাম্পে রয়েছে। আগামী ৮ আগস্ট বাছাইয়ের মাধ্যমে সিনিয়র টিমের সদস্য সংখ্যা ২০ জনে নামিয়ে আনার পরিকল্পনা করছে ফেডারেশন। 

টিকে/

Share this news on:

সর্বশেষ

img
“১০০ তে ২ জন পবিত্র”, এই মন্তব্যকে সমর্থন করলেন অঙ্কিতা লোখান্ডে! Aug 03, 2025
img
সর্বোপরি সশস্ত্র বাহিনীর আধুনিকীকরণের ব্যাপারে গুরুত্বারোপ করলেন ড. মুহাম্মদ ইউনূস Aug 03, 2025
img
‘আজ কি রাত’ গান ঘিরে এবার চেহারা-চর্চায় তামান্না Aug 03, 2025
img
৫ আগস্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ Aug 03, 2025
img
সংসদীয় আসনের নতুন সীমানা নির্ধারণে বিএনপির ৫ সদস্যের কমিটি গঠন Aug 03, 2025
৮ প্রেমিকার পর প্রিয়াঙ্কায় থেমেছেন নিক Aug 03, 2025
img
জাপানের বাজারে স্মার্ট টয়লেট, নজর কাড়ছে প্রযুক্তি Aug 03, 2025
img
আমরা এই দেশে ফ্যাসিস্ট হাসিনাকে আর রাজনীতি করতে দেব না : মির্জা ফখরুল Aug 03, 2025
img
নিখোঁজের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করলেন অঙ্কিতা Aug 03, 2025
img
প্রশিক্ষণ নেওয়া ২৬ আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার Aug 03, 2025
img
বিশ্ব লিজেন্ডস লিগে অংশ গ্রহণ না করার সিদ্ধান্ত পাকিস্তানের Aug 03, 2025
img
ট্রমায় থাকা শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা নিল মাইলস্টোন কলেজ Aug 03, 2025
img
জুলাই জানিয়ে দিয়েছে হেলমেট বাহিনীর রাজনীতি থাকতে পারে না : এ‍্যানী Aug 03, 2025
বিদ্যা বালানকে সৌন্দর্য বাড়াতে প্রযোজকের সার্জারির পরামর্শ Aug 03, 2025
রাজধানীজুড়ে রাজনৈতিক কর্মসূচির প্রভাব Aug 03, 2025
img
জাপানে ম্যানহোলে পড়ে প্রাণ গেল ৪ শ্রমিকের Aug 03, 2025
img
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নতুন সচিব এস এম শাকিল আখতার Aug 03, 2025
img
ফ্লাইট এক্সপার্টের ৩ কর্মকর্তা কারাগারে Aug 03, 2025
img
৫ আগস্ট দেশের সব পোশাক কারখানা বন্ধ : বিজিএমইএ Aug 03, 2025
img
সারা দেশে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৩৫৩ জন Aug 03, 2025