যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ছোট আকারের ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্র ছিল ৩.০। রোববার (৩ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। এতে বলা হয়, শনিবার রাতে নিউইয়র্ক মেট্রোপলিটন এলাকায় একটি ছোট আকারের ভূমিকম্প অনুভূত হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, এটি নিউজার্সির শহরতলির হাসব্রুক হাইটসে, সেন্ট্রাল পার্ক থেকে ৮ মাইলেরও কম পশ্চিমে, প্রায় ৬ দশমিক ২ মাইল গভীরে আঘাত হানে।
নিউ ইয়র্কের ব্রুকলিন বরোর একজন বাসিন্দা এটিকে খুব সংক্ষিপ্ত ভূমিকম্প হিসেবে বর্ণনা করেছেন, যা এক মুহূর্তের জন্য সামান্য ঝাঁকুনি ছিল। ভূমিকম্পটি ২০২৪ সালে নিউ জার্সির টেক্সবারিতে শহরের একটু পশ্চিমে আঘাত হানা ৪ দশমিক ৮-মাত্রার ভূমিকম্পের চেয়ে অনেক মৃদু ছিল।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, তিন মাত্রার ভূমিকম্প সাধারণত কোনও ক্ষতি করার জন্য যথেষ্ট শক্তিশালী নয়, তবে উত্তর-পূর্বে মৃদু কম্পন কিছুটা বিরল। নিউ ইয়র্ক সিটি ইমার্জেন্সি ম্যানেজমেন্ট জানিয়েছে, তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনও প্রভাবের খবর পাওয়া যায়নি।
টিকে/