৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তিনটি সম্মানজনক পুরস্কার জয় করেছে মেঘনা গুলজার পরিচালিত ‘স্যাম বাহাদুর’। সেরা জাতীয়, সামাজিক ও পরিবেশগত মূল্যবোধসম্পন্ন ফিচার ফিল্ম, সেরা মেকআপ এবং সেরা কস্টিউম ডিজাইনের পুরস্কার ঘরে তুলেছে ছবিটি। আর সেই আনন্দেই এখন উচ্ছ্বসিত ছবির অন্যতম অভিনেত্রী ফাতিমা সানা শেখ।
ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন ফাতিমা। পুরস্কার জয়ের পর তিনি বলেন, ‘‘স্যাম বাহাদুর টিমকে অনেক অভিনন্দন। এই সম্মান আমাদের সবার জন্য গর্বের মুহূর্ত।’’
ছবির পরিচালক মেঘনা গুলজারের সঙ্গে কাজ করাকে নিজের স্বপ্নপূরণের মতো অভিজ্ঞতা বলে উল্লেখ করেছেন ফাতিমা। তাঁর ভাষায়, ‘‘মেঘনা গুলজারের সঙ্গে কাজ করাটা আমার জন্য এক অসাধারণ অভিজ্ঞতা। এই ছবি শুধু একজন সাহসী সেনানায়কের গল্প নয়, এক অনুপ্রেরণার দলিল।’’
প্রসঙ্গত, ভারতের প্রথম ফিল্ড মার্শাল স্যাম ম্যানেকশোর জীবনীভিত্তিক এই ছবিতে মুখ্য ভূমিকায় ছিলেন ভিকি কৌশল। পাশাপাশি আরও ছিলেন সানিয়া মালহোত্রা ও নীরজ কাবি। সমালোচকদের প্রশংসা ও দর্শকদের ভালোবাসায় ভাসা এই ছবির আয় ছাড়িয়েছে ১২৮ কোটি রুপি।
ছবির বাইরেও এক আবেগঘন সম্পর্কের কথা শেয়ার করেছেন ফাতিমা। সহঅভিনেতা আর. মাধবনের সঙ্গে নিজের স্নেহভরা সম্পর্ক নিয়ে বলেন, ‘‘ওর হাতের বানানো পারফেক্ট ফিল্টার কফি আজও ভুলতে পারি না। আমার সবচেয়ে প্রিয় কো-অ্যাক্টরদের একজন সে।’’
এসএন