মুক্তির আগেই সমালোচনার মুখে পড়ল বহুল আলোচিত ছবি ‘কুলি’। প্রথম গান ও পোস্টার প্রকাশের পরই অভিযোগ উঠেছিল নকলের। এবার নতুন প্রকাশিত কন্টেন্ট নিয়েও সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
নেটিজেন ও সিনেমাপ্রেমীদের অভিযোগ— ছবিটি মৌলিক কোনো ভাবনা উপস্থাপন করতে পারছে না। অনেকেই এটিকে “কপি + পেস্ট সিনেমা” আখ্যা দিয়ে বলছেন, শিল্পের মৌলিক সৃজনশীলতা নষ্ট হচ্ছে এসব পুনরাবৃত্তির কারণে।
যদিও ভক্তদের একাংশ এখনো ছবিটিকে বড় পরিসরের ‘সিনেমাটিক ইভেন্ট’ হিসেবে উদযাপন করছেন, তবে সমালোচকদের মতে দর্শকের সামনে নতুন গল্প ও আইডিয়া তুলে ধরা জরুরি। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় তুমুল বিতর্ক চলছে সিনেমাটিকে ঘিরে।
এফপি/ টিএ