৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে মর্যাদাপূর্ণ সম্মান অর্জন করল ‘দ্য কেরালা স্টোরি’। সাহসী কাহিনি, বাস্তব অনুপ্রেরণা এবং সমাজসচেতন বার্তার জন্য এই ছবিকে এবার বিশেষভাবে সম্মানিত করা হয়েছে।
দেশজুড়ে আলোড়ন তোলা এই চলচ্চিত্রটি এক বাস্তবভিত্তিক ঘটনা নিয়ে নির্মিত, যা মুক্তির পর থেকেই তৈরি করেছিল বিতর্ক, আলোচনার ঢেউ। তবে জাতীয় পুরস্কার মঞ্চে ছবিটির এই স্বীকৃতি প্রমাণ করে, সিনেমা কেবল বিনোদন নয়, সামাজিক বার্তা পৌঁছানোর অন্যতম শক্তিশালী মাধ্যমও।
এই বছর ‘স্যাম বাহাদুর’-সহ আরও অনেক চলচ্চিত্র জাতীয় পুরস্কার পেয়েছে, যা ভারতীয় সিনেমার বৈচিত্র্যপূর্ণ গল্প বলার ধারা এবং নির্মাণশৈলীর উৎকর্ষতাকে আরও এক ধাপ এগিয়ে নিয়েছে।
‘দ্য কেরালা স্টোরি’ পুরস্কার জয়ের মাধ্যমে স্পষ্ট করল— কঠিন ও সত্য গল্প বলার সাহসকে কখনও থামানো যায় না। এই ছবির কৃতিত্ব শুধু নির্মাতা বা অভিনেতাদের নয়, বরং সেই বাস্তব চরিত্রগুলোর, যাদের জীবন থেকে উঠে এসেছে এমন এক আলোড়ন সৃষ্টিকারী কাহিনি।