সপ্তাহান্তে বহু প্রতীক্ষিত দুই হিন্দি ছবি মুক্তি পেল— তৃপ্তি ডিমরির ‘ধড়ক ২’ এবং মৃণাল ঠাকুরের ‘সন অব সরদার ২’। কিন্তু আশানুরূপ সাড়া মিলল না বক্স অফিসে। বরং মুক্তির পরেই মুখ থুবড়ে পড়ল এই দুই বড় বাজেটের সিনেমা, যা ইতিমধ্যেই বলিউডের সাম্প্রতিক ট্রেন্ড নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।
অজয় দেবগনের প্রযোজনায় তৈরি ‘সন অব সরদার ২’ ছিল একটি বিখ্যাত ছবির সিক্যুয়েল। বিশাল প্রচার, বড় তারকা এবং ফ্যান বেস থাকা সত্ত্বেও ছবিটি মুক্তির দুই দিনে আয় করেছে মাত্র ১৪ কোটি রুপি। এই পারফরম্যান্স দেখে ছবিটির দীর্ঘমেয়াদি চলা নিয়েই সন্দিহান হয়ে উঠেছেন বিশ্লেষকরা।
অন্যদিকে, তৃপ্তি ডিমরির ‘ধড়ক ২’ এর অবস্থাও আরও খারাপ। প্রথম ‘ধড়ক’ ছবিটি জনসমক্ষে বেশ আলোড়ন তুলেছিল। সেই ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টায় তৈরি দ্বিতীয় কিস্তি মুক্তির পর দুই দিনে আয় করেছে মাত্র ৬ কোটি রুপি। ‘অ্যানিম্যাল’ ছবির মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া তৃপ্তি হয়তো অনেকের নজরে ছিলেন, কিন্তু সেটা পর্দার ভিড় টানার জন্য যথেষ্ট ছিল না বলেই মত বিশ্লেষকদের।
ইন্ডাস্ট্রির পর্যবেক্ষকদের মতে, এই দুই ছবির ব্যর্থতা শুধু অভিনেতা-অভিনেত্রীর তারকাখ্যাতির উপর নয়, বরং গল্প, নির্মাণ এবং পরিচালনার মান নিয়েও প্রশ্ন তুলছে। ছবির নাম ও সিক্যুয়েলের ভারে নির্ভরশীলতা যে সবসময় কাজ করে না, সেটাই যেন প্রমাণ করে দিল এই সপ্তাহান্ত।
এই ব্যর্থতা দুই উঠতি অভিনেত্রীর ক্যারিয়ারে কতটা প্রভাব ফেলবে, তা সময়ই বলবে।