রাজধানীর শাহবাগে মোড়ে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে বাংলাদেশ ছাত্রদলের ছাত্র সমাবেশ চলছে। ফলে হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে শাহবাগ, কাঁটাবন থেকে শাহবাগ, মৎস্য ভবন থেকে শাহবাগের রাস্তা বন্ধ রয়েছে। এতে ওই মোড়গুলোতে গাড়ির চাপ বেড়েছে, রয়েছে ধীরগতিও।
আজ রোববার (৩ আগস্ট) দুপুরে শাহবাগ ঘুরে এমন চিত্র দেখা গেছে।
এদিকে সকাল থেকেই সমাবেশে যোগ দিতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রদলের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন শাহবাগে। সরেজমিনে দেখা যায়, সমাবেশস্থলের দিকে সংযোগ সড়কগুলো আংশিকভাবে বন্ধ থাকায় যানবাহনগুলোকে বিকল্প পথে ঘুরে যেতে হচ্ছে। ফলে ওইসব রাস্তায় সৃষ্টি হয়েছে যানজট ও ধীরগতি।
বিশেষ করে শাহবাগমুখী যান চলাচল বন্ধ থাকায় কাঁটাবন মোড়, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় এবং মৎস্যভবনের আশপাশে গাড়ির চাপ বেড়ে গেছে। তবে বারডেম হাসপাতালের সামনের রাস্তা দিয়ে বাস বা প্রাইভেট গাড়ি চলাচল না করলেও রিকশা চলতে দেখা গেছে। এতে করে হাসপাতালগামী মানুষ রিকশায় মৎস্যভবন বা হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় পর্যন্ত যেতে পারছেন।
মোটরসাইকেল আরোহী আরিফ হোসেন বলেন, আমি সাধারণত সাইন্সল্যাব থেকে কাঁটাবন আসতে ৫-৭ মিনিটেই চলে আসি। কিন্তু আজ ২০ মিনিট লেগে গেছে। রাস্তা বন্ধ, সামনে এগোতেই পারছি না।
মো. কামরুজ্জামান নামের একজন বলেন, বারডেমে রোগী দেখতে আসছিলাম। মৎস্যভবন মোড়ে বাস থেকে নেমে হেঁটে আসতে হয়েছে। সমাবেশ হতেই পারে, কিন্তু সাধারণ মানুষের চলাচলও যেন একেবারে বন্ধ না হয়ে যায়।
সমাবেশে ছাত্রদলের বিভিন্ন জেলা ও মহানগর ইউনিটের নেতাকর্মীরা ইতোমধ্যে সমাবেশস্থলে এসে পৌঁছেছেন। দুপুর সোয়া তিনটায় কোরআন তিলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়েছে।
পিএ/টিকে