রজনীকান্ত মানেই উন্মাদনা। আর এবার সেই উন্মাদনায় বাড়তি ঝড় তুললেন আমির খান। লোকেশ কানাগারাজ পরিচালিত ‘কুলি’ ছবিতে ভয়ংকর নতুন লুকে হাজির হয়েছেন বলিউডের পারফেকশনিস্ট, যার নাম— দাহা। স্বর্ণ চোরাচালান নিয়ে তৈরি এই অ্যাকশনধর্মী থ্রিলারে রজনী বনাম আমিরের দ্বৈরথ নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে অভাবনীয় উত্তেজনা।
সম্প্রতি প্রকাশ পেয়েছে আমির খানের দাহা লুক। কুচকুচে কালো পোশাক, চোখে আগুন, আর মুখে হিংস্রতা— এমন এক আমিরকে আগে কখনও দেখা যায়নি। তাঁর উপস্থিতি যেন ছবির রক্তচাপ কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। চরিত্রে রয়েছে নৃশংসতা, কৌশল আর মারণউন্মাদনার এক ভয়াবহ মিশেল।
‘কুলি’তে একদিকে যেমন রজনীকান্তের স্টাইল ও শক্তিমত্তা, অন্যদিকে আমির খানের হিংস্র প্রতিপক্ষ— এই দ্বৈরথকে ঘিরেই ছবির মূল আকর্ষণ। লোকেশ কানাগারাজ এর আগেও অ্যাকশন-থ্রিলারে চমক দেখিয়েছেন, এবার তার সঙ্গে যুক্ত হয়েছে দুই ইন্ডাস্ট্রির দুই সুপারস্টারের মুখোমুখি যুদ্ধ।
ছবিটি মুক্তি পাচ্ছে ১৪ আগস্ট, আর এখন থেকেই দর্শকদের মাঝে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা। দক্ষিণ ভারতের শীর্ষ তারকার সঙ্গে বলিউডের শক্তিশালী অভিনেতা— এই জুটি কি পারবে ভারতজুড়ে নতুন ইতিহাস গড়তে? অপেক্ষায় গোটা দেশ।
এসএন