ভারত-চীন যুদ্ধের পটভূমিতে নির্মিত হতে যাচ্ছে বছরের অন্যতম প্রতীক্ষিত দেশাত্মবোধক ছবি ‘১২০ বাহাদুর’। এই ছবিতে মেজর শৈতান সিং-এর চরিত্রে অভিনয় করছেন ফারহান আখতার, যিনি রেজাং লা যুদ্ধক্ষেত্রে অসামান্য সাহসিকতার পরিচয় দিয়ে পেয়েছিলেন পরমবীর চক্র।
এই ছবিতেই নতুন সংযোজন রাশি খান্না। ‘দ্য সাবরমতী রিপোর্ট’ এবং ‘যোদ্ধা’র মতো ছবিতে প্রশংসিত অভিনয়ের পর এবার এই দেশাত্মবোধক যুদ্ধে দেখা যাবে তাঁকে। তাঁর চরিত্রটি এখনও গোপন রাখা হলেও জানা যাচ্ছে, পূর্ববর্তী পারফরম্যান্সেই মুগ্ধ হয়ে নির্মাতারা তাঁকে বেছে নিয়েছেন।
ছবিটি পরিচালনা করছেন ‘ধকড়’ খ্যাত রাজনীশ ‘রাজি’ ঘাই। ১২০ জন সাহসী ভারতীয় সৈন্যের অবিশ্বাস্য আত্মত্যাগের কাহিনি ঘিরে আবর্তিত হচ্ছে এই যুদ্ধনাট্য। ফারহান আখতারের জন্যও এই সিনেমা তাৎপর্যপূর্ণ— প্রায় দুই দশক আগে ‘লক্ষ্য’ ছবির মাধ্যমে তিনি লাদাখের পাহাড়ে যুদ্ধের রোমাঞ্চ ছুঁয়ে দেখেছিলেন, এবার আরও একবার ফিরে যাচ্ছেন সেই রণভূমিতে।
২০২৫ সালের নভেম্বর মাসে মুক্তির অপেক্ষায় থাকা এই ছবি নিয়ে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়ছে দর্শক মহলে। দেশপ্রেম, বলিদান আর সাহসিকতায় মোড়া ‘১২০ বাহাদুর’ নিঃসন্দেহে হতে চলেছে বছরের অন্যতম আলোচিত চলচ্চিত্র।
এসএন