ভারতীয় অভিনেতা কার্তিক আরিয়ানকে নিয়ে নেটিজেনদের মাঝে চলছে বেশ আলোচনা-সমালোচনা। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, তিনি নাকি পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠানে যোগ দিতে চলেছেন।
এই খবর সামনে আসার পর থেকেই সমালোচনার মুখে পড়েছেন এই অভিনেতা। তবে কার্তিক আরিয়ানের টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, এমন কোনো অনুষ্ঠানে যোগ দেওয়ার পরিকল্পনা তার নেই।
প্রতিবেদনে আরও বলা হয়, পাকিস্তানের স্বাধীনতা দিবস উপলক্ষে এই অনুষ্ঠানটি হওয়ার কথা যুক্তরাষ্ট্রের হিউস্টনের একটি রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের মালিক একজন পাকিস্তানি নাগরিক।
জানা যায়, ‘জশন-এ-আজাদি’ নামের এই অনুষ্ঠানে পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলামেরও থাকার কথা রয়েছে। কার্তিকের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার খবর ছড়াতেই নড়েচড়ে বসে ফেডারেশন অব ওয়েস্টার্ন সিনে এমপ্লয়িজ।
সংস্থাটি কার্তিককে একটি চিঠি দিয়ে এই ধরনের অনুষ্ঠানে যোগ দিতে নিষেধ করেছে। যদিও কার্তিকের টিমের দাবি, এই খবর পুরোপুরি মিথ্যা।
অভিনেতার টিম থেকে বলা হয়েছে, ‘কার্তিক আরিয়ান এই অনুষ্ঠানের সঙ্গে কোনোভাবেই যুক্ত নন। তিনি যে ওই অনুষ্ঠানে যোগ দেবেন, এমন কোনো ঘোষণাও করা হয়নি। আমরা সেই অনুষ্ঠানের আয়োজকদের সঙ্গে যোগাযোগ করে কার্তিকের নাম ব্যবহার করে প্রচার বন্ধ করার অনুরোধ জানিয়েছি।’
এফপি/ টিকে