বাংলাদেশে টি-টোয়েন্টি সিরিজ হারলেও ওয়েস্ট ইন্ডিজ সফরে শুরুটা ভালো হয়েছে পাকিস্তানের। টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে সালমান আলী আগার দল। গতকাল (রোববার) সিরিজের শেষ টি-টোয়েন্টিতে পাকিস্তান জয় পেয়েছে ১৩ রানে। তবে সিরিজ নিশ্চিতের ম্যাচে মাঠে নামার আগে বড় একটা দুঃসংবাদও পেয়েছে পাকিস্তান।
ওয়েস্ট ইন্ডিজ সফরে আর খেলা হচ্ছে না ফখর জামানের। লডারহিলে দ্বিতীয় টি-টোয়েন্টি খেলার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান ফখর, যে কারণে সিরিজের শেষ টি-টোয়েন্টিতেও খেলতে পারেননি। সেই চোটে ওয়ানডে সিরিজ থেকেও ছিটকে গেলেন তিনি।
সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ফখরের জায়গায় একাদশে জায়গা পেয়েছিলেন খুশদিল শাহ।
ফখর চোট পান দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ১৯তম ওভারে। একটি বল তাড়া করতে গিয়ে চোট পান তিনি। এরপর মেডিকেল টিম পরীক্ষা-নিরীক্ষার পর তার হ্যামস্ট্রিংয়ের চোটের ব্যাপারে নিশ্চিত হয়।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নিশ্চিত করেছে যে, ফখরকে তাৎক্ষণিক চিকিৎসা ও প্রাথমিক সহায়তা প্রদান করা হয়েছে। টি-টোয়েন্টি সিরিজ শেষে ৪ আগস্ট পাকিস্তানে ফিরে যাবেন তিনি। লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে পিসিবির মেডিকেল টিমের তত্ত্বাবধানে তার পুনর্বাসন প্রক্রিয়া চলবে। তবে ওয়ানডে সিইজে তার জায়গায় নতুন কাউকে দলে নেয়া হবে কি–না তা জানানো হয়নি।
সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতেই ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি ফখর। তার স্কোর ছিল যথাক্রমে–২৮ ও ২০।
৩৫ বছর বয়সী ফখরের এই ইনজুরিটি অনেকটা সেই চ্যাম্পিয়নস ট্রফির শুরুতেই পাওয়া চোটের মতোই। তখনও প্রথম ম্যাচের দ্বিতীয় বলেই একটি কভার ড্রাইভ আটকাতে দৌড়ে গিয়ে হ্যামস্ট্রিং টান অনুভব করেছিলেন এবং পরদিনই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েন। মজার বিষয়, সেই সময় তিনি স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছিলেন সাইম আয়ুবের বদলে, যিনি দক্ষিণ আফ্রিকায় বাউন্ডারি রক্ষা করতে গিয়ে চোট পেয়ে তিন মাস মাঠের বাইরে ছিলেন।
ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে ত্রিনিদাদে।
এমআর/টিকে