ম্যানচেস্টার ইউনাইটেডে অনিশ্চিত ভবিষ্যতের মাঝে ক্লাব ছাড়তে তৃতীয়বারের মতো প্রস্তাব ফিরিয়ে দিলেন ব্রাজিলিয়ান উইঙ্গার অ্যান্টনি। কোচ রুবেন আমোরিমের ‘বোম্ব স্কোয়াডে’ থাকা এই তারকা শুধুমাত্র স্প্যানিশ ক্লাব রিয়াল বেতিসে ফেরার স্বপ্ন দেখছেন।
২৫ বছর বয়সী অ্যান্টনিকে ট্রান্সফার উইন্ডো শুরুর পর থেকেই বিক্রি করার চেষ্টা করছে ম্যানইউ। তবে ধারে ছাড়তে রাজি নয় তারা।
তাকে বিক্রি করতে ৩০ মিলিয়ন পাউন্ড চাইছে রেড ডেভিলরা। যা তিন বছর আগে আয়াক্স থেকে তাঁকে আনতে খরচ হওয়া ৮৬ মিলিয়নের তুলনায় ৬৫ শতাংশ কম। অ্যান্টনি বেতিসে ফিরতে চান, তবে এখনো স্প্যানিশ ক্লাবটি ইউনাইটেডের দাবি মেনে প্রস্তাব দেয়নি।
ব্রাজিলের বোতাফোগো ও সাও পাওলো, এমনকি সৌদি ক্লাব আল-নাসরের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন অ্যান্টনি।
স্প্যানিশ গণমাধ্যম স্পোর্ট জানিয়েছে, ম্যানুয়েল পেলেগ্রিনির বেতিসেই ফিরতে চান তিনি, প্রয়োজনে ৪ মিলিয়ন পাউন্ড বার্ষিক বেতনের বড় অঙ্কের কাটছাঁট করতেও রাজি অ্যান্টনি।
রুবেন আমোরিম জানিয়েছেন, ‘যারা থাকতে চায় না, তাদের জন্য নতুন সমাধান খোঁজা হচ্ছে। বাজার বন্ধ হলে সবাইকে সমানভাবে বিবেচনা করব।’
বেতিস আগামী দুই সপ্তাহের মধ্যে লা লিগা মৌসুম শুরু করবে, তার আগেই সমঝোতায় পৌঁছানোর চেষ্টা চলছে।
টিকে/