নতুন মুখ, চেনা গল্প, তবুও অভাবনীয় সাড়া এভাবেই বর্ণনা করা যায় যশরাজ ফিল্মসের সাইয়ারা ছবিকে। মোহিত সূরির পরিচালনায় নির্মিত এই রোমান্টিক মিউজিক্যাল ড্রামা যেন বক্স অফিসে ঝড় তুলেছে। ১৮ জুলাই মুক্তি পাওয়া ছবিটি মাত্র ১৬ দিনেই ভারতে ৩০০ কোটির বেশি আয় করে ফেলেছে। বিশ্বব্যাপী আয় ছাড়িয়েছে ৫০০ কোটির গণ্ডি।
এই ছবির দুই মুখ্য চরিত্রে রয়েছেন দুই নবাগত আহান পাণ্ডে ও অনীত পাড্ডা। কিন্তু তাঁদের অভিনয় দেখে বোঝার উপায় নেই, এটাই তাঁদের প্রথম ছবি। এমন আত্মপ্রকাশ সত্যিই বিরল। আর তাতে দর্শকও মুগ্ধ।
দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহ হোক তা মাল্টিপ্লেক্স বা এক স্কেরম এর হল-সব জায়গায়ই দর্শকরা ভিড় জমাচ্ছেন। কেউ কেউ আবার দ্বিতীয়বারও ছবিটি দেখছেন। মুখে মুখে প্রশংসা ছড়িয়েছে, আর তাতেই সাইয়ারা এখন তৃতীয় সপ্তাহেও জমজমাট।
বিশেষজ্ঞদের মতে, ভারতের বাজারে ছবিটির আয় শেষ পর্যন্ত ৩২৫ থেকে ৩৭৫ কোটির মধ্যে থামতে পারে। যা একটি রোমান্টিক ঘরানার ছবির জন্য দারুণ সফলতা, তার ওপর আবার নবাগতদের নিয়ে তৈরি ছবির ক্ষেত্রে তো আরও বেশি।
সাইয়ারা আজ শুধু একটি সিনেমা নয়, বরং হয়ে উঠেছে বছরের অন্যতম চমকপ্রদ ঘটনাগুলোর একটি। বাণিজ্যিক সাফল্য, হৃদয়ছোঁয়া সঙ্গীত, আর দু’জন তরুণ তারকার জাদু মিলে তৈরি করেছে এক নতুন রূপকথা।
এমকে/টিএ