শিক্ষার্থী মাহাদী হাসান পান্থ হত্যাকাণ্ডের মামলায় রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু ও জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। ৪ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এই আদেশ দেন।
ঢাকার সিএমএম আদালতে আজ মামলার তদন্ত কর্মকর্তা কদমতলী থানার উপ-পরিদর্শক মো. আরিফ হোসাইন গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে বিচারক তা মঞ্জুর করেন।
নথি অনুযায়ী, ২০২৩ সালের ১৯ জুলাই রাজধানীর কদমতলী থানা এলাকায় তোলারাম কলেজের এইচএসসি পরীক্ষার্থী মাহাদী হাসান পান্থ একটি আন্দোলনে অংশ নেন। বিকেল ৪টার দিকে আসামিদের ছোড়া গুলি তার মুখ দিয়ে ঢুকে মাথার পেছন দিয়ে বের হয়ে যায়।
এ ঘটনায় গত ৮ নভেম্বর কদমতলী থানায় মামলা হয়। এ মামলায় রাশেদ ৭, ইনু ৮ ও পলক ৯ নম্বর এজাহারনামীয় আসামি।
এমকে/টিএ