বাংলা ভাষাকে ‘বাংলাদেশি’ ভাষা বলে উল্লেখ করায় ফের বিতর্কে দিল্লি পুলিশ। বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কলকাতার জনপ্রিয় গায়ক ও রকস্টার রূপম ইসলাম।
বাংলা ভাষাকে অবমাননার অভিযোগ তুলে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে চিঠির একটি কপি শেয়ার করে রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।
রূপম লেখেন, ‘এটা কী হচ্ছে? বাংলা ভাষা কি দেশের ২২টি স্বীকৃত ভাষার একটি নয়? কেন বাংলা বললেই বাংলাদেশি তকমা এঁটে দেওয়া হচ্ছে? এটা অত্যন্ত মূর্খামির পরিচয়। ধিক্কার!’
এদিকে এই ঘটনার সূত্রপাত দিল্লি পুলিশের এক সরকারি চিঠিকে ঘিরে। সম্প্রতি বাংলাদেশি সন্দেহে ৮ জনকে আটক করে দিল্লি পুলিশ। তাদের কাছ থেকে পাওয়া কিছু নথি বাংলা ভাষায় লেখা ছিল।
সেই নথির অনুবাদের জন্য একজন ট্রান্সলেটর চেয়ে রাজ্য সরকারের বঙ্গভবনে চিঠি পাঠায় দিল্লি পুলিশ। কিন্তু ওই চিঠিতে বাংলা ভাষাকে ‘বাংলাদেশি ভাষা’ বলে উল্লেখ করা হয়, যা ঘিরেই শুরু হয় বিতর্ক।
ইতোমধ্যে রাজ্যের শাসক দল এক্স হ্যান্ডলে সেই চিঠিটি প্রকাশ্যে এনেছে। পাশাপাশি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বিষয়টি নিয়ে আন্দোলনে শামিল হয়েছেন।
উল্লেখ্য, গত কয়েক মাস ধরে ভারতের বিভিন্ন রাজ্যে বাংলা ভাষাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের অভিযোগ সামনে আসছে। অনেক সময় শুধু বাংলা বলার কারণে তাদের বাংলাদেশি সন্দেহে মারধর, হামলা, লুটপাট এমনকি পরিচয়পত্র কেড়ে নেওয়ার ঘটনাও ঘটেছে।
রূপম ইসলামের মতো জনপ্রিয় একজন সাংস্কৃতিক ব্যক্তিত্বের প্রতিবাদে এবার আরও জোরালো হল বাংলা ভাষা ও বাঙালির প্রতি হওয়া বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ।
এমকে/টিএ