জুলাই গণঅভ্যুত্থানের রূপকার ছিল বাংলাদেশের প্রতিটা মানুষ বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।
সোমবার (৪ আগস্ট) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৫’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আসিফ নজরুল বলেন, পৃথিবীতে কোনো পররাষ্ট্রমন্ত্রী বলে যে স্বামী-স্ত্রী সম্পর্ক! শেখ হাসিনা বলতো, আমি এত কিছু দিয়েছি ভারত ভুলতে পারবে না। মনে হবে, তিনি যেন তার ব্যক্তিগত সম্পত্তি দিয়েছেন। সম্পূর্ণ ব্যক্তিগত সম্পত্তি ভাবতেন। বাংলাদেশের মানুষকে তিনি তার কৃতদাস ভাবতেন। এমনকি তার মন্ত্রীদেরও কৃতদাস ভাবতেন।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেয়া প্রত্যেকটা মানুষ নিজ সিদ্ধান্তে এসেছিল। এখানে প্রত্যেকটা মানুষ নেতা ছিল। জুলাই গণঅভ্যুত্থানের রূপকার ছিল বাংলাদেশের প্রতিটা মানুষ। প্রত্যেকে নিজে নিজে আসছে। সহ্য করতে পারে নাই মানুষ।
আসিফ নজরুল বলেন, সীমান্তে হত্যা হলে আমার দেশে মন্ত্রী-প্রধানমন্ত্রী বলতো-গরু চোরাচালানে মারা গেছে, সেখানে যায় কেন? ট্রাক পার করার জন্য আমাদের দেশের নদীর মাঝখান দিয়ে পথ তৈরি করে দিয়েছেন। কীভাবে এসব সহ্য করতো মানুষ। আমার তো সহ্য হতো না। সেজন্য বিগত ১৫ বছর সব লিখে গেছি এসবের বিরুদ্ধে।
পিএ/টিএ