সতীর্থদের ‘অলস’ বললেন ম্যানচেস্টার ইউনাইটেড অধিনায়ক ব্রুনো ফার্নান্দেস

যুক্তরাষ্ট্র সফরের তৃতীয় ও শেষ প্রীতি ম্যাচে জয়ের কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত জয়বঞ্চিত হলো ম্যানচেস্টার ইউনাইটেড। দুইবার এগিয়ে গিয়েও এভারটনের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে তারা। তবে পরাজয় ছাপিয়ে সতীর্থদের পারফরম্যান্স নিয়েই বেশি হতাশ ইউনাইটেড অধিনায়ক ব্রুনো ফার্নান্দেস।

যুক্তরাষ্ট্রে তিন ম্যাচের এই সফরে শুরুর দুই ম্যাচে দারুণ খেলেছিল ইউনাইটেড।

প্রথম ম্যাচে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ২-১ ও দ্বিতীয়টিতে বোর্নমাউথকে ৪-১ গোলে হারিয়ে প্রশংসা কুড়িয়েছিল রুবেন আমুরিমের দল। তবে শেষ ম্যাচে সেই ধারাবাহিকতা রাখতে পারেনি তারা।

বাংলাদেশ সময় সোমবার ভোরে যুক্তরাষ্ট্রের আটলান্টায় এভারটনের বিপক্ষে ম্যাচে ১৯তম মিনিটে সফল এক পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন ব্রুনো ফার্নান্দেস। তবে বিরতির আগেই সমতায় ফেরে এভারটন, গোল করেন ইলিমান এনদায়ে।

দ্বিতীয়ার্ধে ৬৯তম মিনিটে ম্যাসন মাউন্টের গোলে আবারও এগিয়ে যায় ইউনাইটেড। কিন্তু ছয় মিনিট পর আত্মঘাতী এক ভুলে জয় হাতছাড়া হয় তাদের।

ম্যাচ শেষে হতাশ ব্রুনো বলেন, ‘আমরা এভাবে শেষ করতে চাইনি। আজ আমরা একটু অলস ছিলাম, আর এমন অলসতার কারণে যেকোনো সময় বড় খেসারত দিতে পারে।

সতীর্থদের ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে কেউকে সরাসরি দোষারোপ না করলেও, তিনি বলেন, ‘আমরা যেভাবে খেলতে চাই, সেটার উন্নতি জরুরি। নতুন খেলোয়াড়দের সেই খেলায় অন্তর্ভুক্ত করাটাও গুরুত্বপূর্ণ।’

গত মৌসুম ইউনাইটেডের জন্য ছিল চরম হতাশার। প্রিমিয়ার লিগ টেবিলে ১৫ নম্বরে থেকে মৌসুম শেষ করে তারা—প্রিমিয়ার লিগ যুগে যা ইউনাইটেডের সবচেয়ে বাজে অবস্থান।

নতুন মৌসুম শুরুর আগে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে দলে আক্রমণভাগে নতুন মুখ এনেছে ক্লাবটি।

দলভুক্ত হয়েছে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মাথেউস কুইয়া ও ফ্রেঞ্চ উইঙ্গার ব্রায়ান এমবুমো। গত ম্যাচে দুজনই ছিলেন শুরুর একাদশে, যদিও গোল পাননি কেউই।

ব্রুনোর মতে, ‘দলের মানের উন্নতি হচ্ছে। তবে এখনও আমরা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাইনি। ক্লাবের আর্থিক অবস্থা যেমন, তাতে তারা সর্বোচ্চ চেষ্টাই করছে।’

দেশে ফিরে আগামী শনিবার ঘরের মাঠে ফিওরেন্তিনার বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে ম্যানচেস্টার ইউনাইটেড। এরপর ১৭ আগস্ট আর্সেনালের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের নতুন প্রিমিয়ার লিগ মিশন। 

টিকে/

Share this news on:

সর্বশেষ

যে কারনে চব্বিশে ফুঁসে ওঠে জনতা, জানালেন ড. ইউনূস Aug 05, 2025
img
এই ছবি লাখো শহীদের রক্তের প্রতি অসম্মান : উমামা ফাতেমা Aug 05, 2025
যে কারনে মানিক মিয়া এভিনিউতে এসে মোনাজাত করলেন এই ব্যক্তি Aug 05, 2025
‘কোন সোর্সের ভিত্তিতে পিটার হাসের সঙ্গে মিটিং নিয়ে প্রোপাগাণ্ডা ছড়ানো হলো?’ Aug 05, 2025
‘আপা আর আসবে না’, জুলাই যোদ্ধা''দের প্রতি স্পষ্ট বার্তা পুলিশের Aug 05, 2025
img
আমরা যথাসাধ্য চেষ্টা করেছি, জুলাই ঘোষণাপত্র পাঠের পর তথ্য উপদেষ্টা Aug 05, 2025
পালাতে গিয়ে বিমানবন্দরে কি কথা হয়েছিল তাপসের সাথে শেখ হাসিনার? Aug 05, 2025
AI-র ছোঁয়ায় চমকপ্রদ সিজন, এই প্রথমবার বিগবসে কৃত্রিম বুদ্ধিমত্তা! Aug 05, 2025
শাহরুখের সাফল্যে যে বার্তা দিলেন সুহানা-গৌরী Aug 05, 2025
ড. ইউনূসকে লোভী বললেন বাঁধন Aug 05, 2025
যে দুটি কাজ আল্লাহকে বেশি খুশি করেন Aug 05, 2025
img
আয়ারল্যান্ডে চালু হলো ‘প্যালেস্টাইন কোলা’, লভ্যাংশ যাবে গাজায় Aug 05, 2025
img
মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে ৩ প্রবাসী শ্রমিক নিহত Aug 05, 2025
img
‘তোরা নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনলি’ Aug 05, 2025
img
জাগ্রত জুলাই কনসার্টে ইতিহাস আর সুরের মেলবন্ধন Aug 05, 2025
img
শেখ হাসিনাকে আল্লাহ সুযোগ দিয়েছিলেন, কিন্তু ছেড়ে দেয়নি: আব্দুস সালাম পিন্টু Aug 05, 2025
img
ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার মতো হয়তো কোনো ভূখণ্ডই অবশিষ্ট থাকবে না : অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী Aug 05, 2025
img
এখন আর টিশার্ট নেওয়ার কথা কেউ বলে না : শহীদ ফরহাদের ভাই Aug 05, 2025
img
মঞ্চে দেব-শুভশ্রী, ফেসবুকে রাজের প্রাক্তন স্ত্রীর বার্তা Aug 05, 2025
img
জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে মাত্র ১৭ যাত্রী নিয়ে ভাঙ্গা থেকে বিশেষ ট্রেন Aug 05, 2025