অপশাসনের হাত থেকে দেশ মুক্তির এক বছর পুর্তিতে সারা দেশে উৎসবের আমেজ বিরাজ করছে। সে উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয়েছে 'জাগ্রত জুলাই' কনসার্ট। দুপুর থেকে শুরু হয়েছে কনসার্টটি।
জুলাই গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক স্মৃতিকে স্মরণ করে এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক চেতনার জয়গানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয়েছে 'জাগ্রত জুলাই' কনসার্ট।
মঙ্গলবার (৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসীবিরোধী রাজু ভাস্কর্য প্রাঙ্গনে এ কনসার্ট অনুষ্ঠিত হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এ কনসার্টের আয়োজন করেছে। কেবল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কনসার্টটি উপভোগ করতে পারবেন।
কনসার্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা এবং উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ উপস্থিত ছিলেন।
এদিকে কনসার্ট ঘিরে নিরাপত্তা জোরদারের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলোতে বহিরাগত প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে।
তবে বৈরী আবহাওয়াতেও জমজমাট হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। হাজার হাজার শিক্ষার্থী ছাতা মাথায় দিয়ে লাল পতাকা নিয়ে উপভোগ করছে কনসার্ট। অনুষ্ঠান শেষ হবে রাত ১০টায়।
এমকে/টিএ