নতুন মাতৃত্বের আলো ছড়িয়ে ফের বড় পর্দায় ফিরলেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। ‘ওয়ার ২’ ছবির প্রথম গান ‘আভান জাভান’-এর ঝলকে দেখা গেল একেবারে ভিন্ন রঙে, প্রাণবন্ত রূপে। হৃতিক রোশন ও জুনিয়র এনটিআরের সঙ্গে পর্দা ভাগ করে কিয়ারা যেন নতুন রঙে রাঙালেন গ্রীষ্মের পর্দা।
১৪ আগস্ট ২০২৫ মুক্তির অপেক্ষায় থাকা এই ছবির গানের ভিডিও ইতিমধ্যেই আলোচনায়। গানটির দৃশ্যে কিয়ারার পরনে একের পর এক নজরকাড়া সাজ, প্রতিটিতেই তার মাতৃত্বোত্তর দীপ্তি ঝলমল করেছে। এক দৃশ্যে তিনি পরেছেন নীল-সাদা অফ-শোল্ডার টপ ও উজ্জ্বল লাল শর্টস, অন্যটিতে ছিল স্ট্র্যাপলেস প্যাটার্নড টপের সঙ্গে ফুলেল সাদা স্কার্ট। আর একটি সাজে ধরা দিয়েছেন হলুদ-সাদা কোরড সেটে, মাথায় মানানসই হেডব্যান্ড।
গানের প্রাণবন্ত ছন্দ ও রঙিন ফ্রেমে কিয়ারার সাহসী রঙ বেছে নেওয়া ও ছন্দের সঙ্গে মানিয়ে নেওয়া স্টাইলিং ভক্তদের হৃদয় জয় করেছে। অনেকে বলছেন, ‘মা হওয়ার পর এতটা উজ্জ্বলতা কিয়ারার মধ্যেই সম্ভব’।
‘আভান জাভান’ গানটি যেমন ছবির গতি নির্দেশ করে, তেমনই কিয়ারার উপস্থিতি দিয়েছে নতুন মাত্রা। তার স্টাইল স্টেটমেন্ট আর একবার প্রমাণ করল, তিনি এখনো বলিউডের অন্যতম ফ্যাশন আইকন।