একদিকে ক্যানসারের মতো কঠিন রোগের সঙ্গে লড়াই, অন্যদিকে ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায়ের সূচনা—এই দুই মেরুর মাঝে দাঁড়িয়ে নতুন গল্প লিখছেন বলিউড অভিনেত্রী হিনা খান। স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা গত বছরের শেষ দিকে জানান তিনি। কিন্তু সেই অসুস্থতাও থামাতে পারেনি হিনার লড়াকু মনোভাব, থামাতে পারেনি তাঁর পেশাগত অগ্রগতি কিংবা প্রেমের দাম্পত্য জীবন।
চিকিৎসা ও কেমোথেরাপির মধ্যেই বহুবার সামাজিক মাধ্যমে নিজের যন্ত্রণা প্রকাশ করেছেন হিনা। শরীরের ক্ষত, রাতভর ঘুমহীন কষ্টের কথাও উঠে এসেছে তাঁর নানা পোস্টে। এই কঠিন সময়ে পাশে থেকেছেন বহুদিনের প্রেমিক রকি জসওয়াল, যিনি এখন হিনার স্বামী। সদ্য বিয়ে করেছেন এই জুটি।
তবে বিয়ের পর হঠাৎ করে হিনা ও রকিকে নিয়ে নতুন বিতর্ক। গুঞ্জন উঠেছে, ‘পতি পত্নী ও পাঙ্গা’ নামের এক রিয়্যালিটি শোয়ের জন্যই নাকি তাঁদের বিয়ে! কারণ, বিয়ের মাত্র এক মাসের মধ্যেই এই তারকা দম্পতি হাজির হচ্ছেন একটি স্বামী-স্ত্রী ভিত্তিক রিয়্যালিটি শোয়ে।
যদিও এসব গুজবে পাত্তা দিতে নারাজ হিনা। তাঁর চোখে রকিই সেই স্বপ্নের রাজপুত্র, যিনি তাঁর ক্ষত মুছিয়ে দেন, যন্ত্রণার রাতে মাথায় হাত রাখেন। তবে রাজপুত্র হলেই যে নিখুঁত হবে, তা নয়। শোয়ের মঞ্চেই হিনা ও রকি নিজেদের নানা মজার অভ্যাস ফাঁস করে হাসির রোল তুলেছেন।
হিনা বলেন, ‘‘সবই ঠিক আছে, রকি আমার যত্ন নেয়, আমার কথা শুনে চলে। কিন্তু মুখের সামনে এসে এত ঢেঁকুড় তোলে যে সহ্য হয় না!’’ আর তাতেই যেন পাল্টা প্রতিশোধ নেন রকি, বলেন, ‘‘ওর বাতকর্মের কথা আমি বলব না, আমার স্ত্রী পাদবন্ত!’’ মঞ্চেই লজ্জায় লাল হয়ে যান হিনা।
এ যেন এক কঠিন বাস্তবের ভেতরেও প্রেম, লড়াই আর হাসির এক নতুন গল্প। ক্যানসারের বিরুদ্ধে যুদ্ধ করে যাওয়া একজন অভিনেত্রীর জীবনে ভালোবাসার সাহসী উপস্থিতি যেন নতুন উদাহরণ তৈরি করল।