দুর্গাপূজোর আগমুহূর্তে আবারও বাঙালির মনে আলোড়ন তুলতে ফিরছে ‘রক্তবীজ ২’। শিবপ্রসাদ মুখার্জি ও নন্দিতা রায়ের পরিচালনায় তৈরি এই ছবির নতুন গান ‘ও বাবুর মা’ প্রকাশ পেয়েছে ৬ আগস্ট, যা ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। এই গানে ঘুরেফিরে এসেছে বাংলা ঐতিহ্য, হিলসা মাছের সুস্বাদ, আলপনার নিখুঁত কারুকাজ আর ভাষার প্রতি আবেগময় টান।
গানটির আবহে আছে এক অনন্য আবেগ, যেখানে কণ্ঠ মিলিয়েছেন সুরজিত চট্টোপাধ্যায় ও ইমন চক্রবর্তী। আগের ছবির মতোই বাস্তব কাহিনির ছায়া নিয়ে এগোচ্ছে ‘রক্তবীজ ২’-এর গল্প।
তবে এবার গল্পে নতুনত্ব এনে যুক্ত হয়েছেন অঙ্কুশ হাজরা ও কৌশানি মুখার্জি।
আবার পর্দায় ফিরছেন মিমি চক্রবর্তী সঞ্জুক্তা চরিত্রে এক সাহসী ও দৃঢ়চেতা পুলিশ অফিসার। গানটিতে মিমির দৃশ্যগুলি শুধুই নয়, বরং যে আবহে দৃশ্যায়ন করা হয়েছে তা দর্শকের মনে একসঙ্গে বুনে দেয় আবেগ ও গর্ব।
গানের দৃশ্যে দেখা যাচ্ছে বর্ষীয়ান অভিনেতা ভিক্টর ব্যানার্জি, জাতীয় পুরস্কারপ্রাপ্ত সীমা বিশ্বাস, অভিজ্ঞ মানসী সিনহা ও প্রদীপ ভট্টাচার্যকে। তাঁদের চরিত্রগুলো আবার অনুপ্রাণিত হয়েছে প্রণব মুখার্জির জীবনের নানা অধ্যায় থেকে।
বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি ভালোবাসা যখন আজকের সময়েও প্রশ্নের মুখে, তখন এই গান যেন এক নিঃশব্দ প্রতিবাদ বাংলা ভাষার ঐতিহ্য, আবেগ ও আত্মমর্যাদার এক নিঃশর্ত উদযাপন।
‘রক্তবীজ’-এর প্রথম অধ্যায় যেমন বাস্তবতার জমিনে দাঁড়িয়ে আলোড়ন তুলেছিল, এবার দ্বিতীয় অধ্যায়ে সেই গল্প আরও গভীর হয়েছে। ‘ও বাবুর মা’ গানটি তারই এক নমুনা, যা মনে করিয়ে দেয় বাঙালিয়ানার শিকড় এখনও অনেক গভীরে।
এমকে/টিএ