চিত্রনাট্যের প্রয়োজনেই অভিনয়শিল্পীদের পর্দায় ঘনিষ্ঠ হতে হয়। ক্যামেরার সামনে উষ্ণ রসায়ন তুলে ধরলেও বাস্তবে তা পেশাদারিত্বের মধ্যেই সীমাবদ্ধ থাকে বেশিরভাগ সময়। তবে ব্যতিক্রম তো থেকেই যায়! ঠিক তেমনই এক পুরনো সাক্ষাৎকার ঘিরে ফের বিতর্কে অর্জুন রামপাল।
সম্প্রতি সমাজমাধ্যমে ফের ভাইরাল হয়েছে ২০১২ সালের একটি সাক্ষাৎকার, যেখানে ‘হিরোইন’ সিনেমার শুটিংয়ের সময়কার অভিজ্ঞতা ভাগ করে নিয়েছিলেন অর্জুন। সোজাসাপটা স্বীকার করেছিলেন, কারিনা কাপুর খানের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য শুট করতে গিয়ে তিনি সেই মুহূর্ত ‘উপভোগ’ করেছিলেন।
অর্জুনের ভাষায়, “আমি বেবোর সঙ্গে ঘনিষ্ঠতা খুবই উপভোগ করেছিলাম। ওর সঙ্গে শুট করা সেই দৃশ্যগুলোর মুহূর্ত আমি আজও উপভোগ করি।”
এই একান্ত স্বীকারোক্তি নিয়েই নেটমাধ্যমে শুরু হয়েছে বিতর্ক। অনেকেই অর্জুনের মন্তব্যকে অপেশাদার এবং অবমাননাকর বলে দাবি করছেন। একজন ক্ষোভ প্রকাশ করে লেখেন, “সহ-অভিনেত্রীকে এমন ইন্দ্রিয়গ্রাহ্য দৃষ্টিতে দেখার সাহস কীভাবে হয়েছিল!” আবার কেউ কেউ মনে করছেন, “আগে এভাবেই হয়তো ছবির প্রচার হত, এখন হলে হয়তো ক্ষমা চাইতে হতো।”
‘হিরোইন’ ছবিতে করিনা কপূরের অভিনয় প্রশংসিত হলেও, এই ঘনিষ্ঠ দৃশ্যের প্রসঙ্গ নিয়ে অর্জুনের পুরনো মন্তব্য যেন দর্শকদের মধ্যে নতুন করে অস্বস্তির সঞ্চার করেছে। ছবিতে অর্জুন ও কারিনার পাশাপাশি ছিলেন রণদীপ হুডা, দিব্যা দত্ত এবং মুগ্ধা গডসে।
যদিও করিনা এখনও এই বিতর্কে কোনও প্রতিক্রিয়া দেননি, তবে নেটদুনিয়ায় অর্জুনের পুরনো মন্তব্য ঘিরে যে সমালোচনার ঝড় উঠেছে, তা সহজে থামার নয় বলেই মনে করছেন অনেকে।