আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার হওয়ার জন্য ৪৯ হাজার ৫৭৪ জন প্রবাসী বাংলাদেশি আবেদন করেছেন। এর মধ্যে আরব আমিরাতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা সবচেয়ে বেশি আবেদন করেছেন। আর দশ আঙুলের ছাপ দিয়ে নিবন্ধন সম্পন্ন করেছেন ২৯ হাজার ৭৬৩ জন। নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
নির্বাচন কমিশনের কর্মকর্তা বলছেন, এরই মধ্যে ২১ হাজার ৯৭১ জন প্রবাসী বাংলাদেশি ভোটার হয়ে গেছেন। আর ১৮ হাজার ৩৪ জনের আবেদন সার্ভারে আপলোড হয়েছে। সার্ভারে আপলোড হওয়ার অপেক্ষায় আছে তিন হাজার ৯৩৭ জনের আবেদন। এ ছাড়া তথ্য ঘাটতি ও অন্যান্য কারণে তিন হাজার ৯৩৭ জনের আবেদন বাতিলও হয়েছে।
নির্বাচন কমিশনের কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া তথ্য মতে, সংযুক্ত আরব আমিরাত থেকে আবেদন করেছেন ২০ হাজার ২০৯ জন। সবচেয়ে বেশি আবেদন বাতিলও হয়েছে আমিরাতের, দুই হাজার ১৬৯টি। বর্তমানে ৯টি দেশের ১৬টি স্টেশনে দূতাবাসের মাধ্যমে ভোটার কার্যক্রম পরিচালনা করছে সংস্থাটি। দেশগুলো হলো সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও কানাডা।
তবে নতুন করে আরো পাঁচ দেশে কার্যক্রম শুরু হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর।
ইউটি/টিএ