‘ধুরন্ধর’-এর সাফল্যের পর রণবীর সিং এবার নামছেন একেবারে নতুন ঘরানায়। জয় মেহতা পরিচালিত জম্বি থ্রিলার সিনেমা ‘প্রলয়’ এ প্রধান চরিত্রে দেখা যাবে তাঁকে। সিনেমার নারী মুখ্য চরিত্রে চূড়ান্ত হয়েছেন দক্ষিণী অভিনেত্রী কল্যাণী প্রিয়দর্শন। নির্মাতাদের মতে, ‘প্রলয়’ হবে ডার্ক ও গ্রিটি টোনের থ্রিলার। এর আগে রণবীরের বিপরীতে আলিয়া ভাটের নাম শোনা গেলেও, ‘আলফা’ ও সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ এর ব্যস্ততার কারণে সেই পরিকল্পনা বাতিল করা হয়েছে।
এবি/টিএ