কেনিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ২৫

পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় বাস দুর্ঘটনায় কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

দেশটির পশ্চিমাঞ্চলে অন্ত্যেষ্টিক্রিয়া থেকে ফেরার পথে বাস দুর্ঘটনায় হতাহতের এই ঘটনা ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। শনিবার (৯ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটি বলছে, স্থানীয় সময় গত শুক্রবার বিকেলে কিসুমু-কাকামেগা মহাসড়কে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে যাত্রীবাহী ওই বাসটি খাদে উল্টে পড়ে বলে তথ্য উঠে এসেছে পুলিশ প্রতিবেদনে। এলাকাটি প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনার জন্য কুখ্যাত।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই ১০ নারী, ১০ পুরুষ এবং এক কন্যাসহ মোট ২১ জনের মৃত্যু হয়। আহত হন আরও ২০ যাত্রী, যাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চারজন মারা যান।

বাসের যাত্রীরা একটি কবরস্থান থেকে ফিরছিলেন এবং ধারণা করা হচ্ছে, তারা সবাই একই পরিবারের সদস্য। দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি বলে পুলিশ জানিয়েছে। দুর্ঘটনাকবলিত এই বাসটি ছিল একটি মাধ্যমিক বিদ্যালয়ের গাড়ি, তবে তাতে কোনও শিক্ষার্থী ছিল না, কারণ সেটি অন্ত্যেষ্টিক্রিয়ার পরিবহন হিসেবে ব্যবহৃত হচ্ছিল।

বাসটি নিয়াহেরা থেকে ন্যাকাচের উদ্দেশে যাচ্ছিল।

কেনিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় বেঁচে যাওয়া আহতদের সহায়তার জন্য জরুরি রক্তদানের আহ্বান জানিয়েছে এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। মন্ত্রণালয় চালকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে, বিশেষ করে দেশজুড়ে বাড়তে থাকা সড়ক দুর্ঘটনার প্রেক্ষাপটে।

কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে দ্রুত তদন্ত করে ‘যে কোনও অবহেলার জন্য দায়ীদের আইনের আওতায় আনা’ এবং সড়ক নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের ট্রাফিক লঙ্ঘন মোকাবিলার আহ্বান জানিয়েছেন।

কেনিয়ার জাতীয় পরিবহন ও সড়ক নিরাপত্তা কর্তৃপক্ষ জানিয়েছে, তারা দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তে সহায়তা করবে।

এর আগে এ সপ্তাহের শুরুতে রাজধানী নাইরোবিতে একটি মেডিকেল চ্যারিটির ছোট আকারের বিমান বিধ্বস্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছিল। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, গত বৃহস্পতিবার নাইভাশা শহরে একটি বাস ও ট্রেনের সংঘর্ষে নয়জন নিহত হন। আর শনিবার নাইরোবির কাছে আরেকটি সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন।

২০২০ থেকে ২০২১ সালের মধ্যে কেনিয়ায় সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার ২০ শতাংশেরও বেশি বেড়েছে। ২০২১ সালে দেশটিতে ৪৫০০ জনেরও বেশি মানুষ নিহত এবং ১৬ হাজারের বেশি মানুষ আহত হয়েছিলেন।

পিএ/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
রাজধানীর পল্লবীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত Aug 11, 2025
img
মদ্রিচের মিলানকে ৪-১ গোলে হারাল চেলসি Aug 11, 2025
img
আগামী কয়েক দিনের মধ্যেই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া Aug 11, 2025
img
‘ভারতের উত্থান সহ্য করতে পারছেন না সবার বস’, ট্রাম্পকে কটাক্ষ রাজনাথের Aug 11, 2025
img
ওভালে কিউরেটরের সঙ্গে গৌতম গম্ভীরের আচরণে কড়া সমালোচনা ম্যাথু হেইডেনের Aug 11, 2025
img
লিভারপুলকে হারিয়ে প্রথমবারের মতো কমিউনিটি শিল্ড ট্রফি জিতল ক্রিস্টাল প্যালেস Aug 11, 2025
img
তুমি যেই হও না কেন আমার ফেসবুকে ঢোকার বৃথা চেষ্টা করছো : সৃজিত মুখার্জি Aug 11, 2025
img
৩ দিনের সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন ড. মুহাম্মদ ইউনূস Aug 11, 2025
img
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১ Aug 11, 2025
img
ওয়াশিংটন থেকে গৃহহীনদের উচ্ছেদের ঘোষণা দিলেন ট্রাম্প Aug 11, 2025
img
শান্তি আলোচনায় ইউক্রেনকে অন্তর্ভুক্ত রাখার আহ্বান Aug 11, 2025
img
চাঁদাবাজির অভিযোগে আটক দুই বিএনপি নেতা বহিষ্কার Aug 11, 2025
img
আগামীর বাংলাদেশ গঠনে যুবকরাই অগ্রণী ভূমিকা রাখবে : গোলাম পরওয়ার Aug 11, 2025
img
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয় পেল ওয়েস্ট ইন্ডিজ Aug 11, 2025
img
গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেল আল জাজিরার ৫ সাংবাদিকের Aug 11, 2025
img
আদিবাসী সংস্কার কমিশন গঠনের দাবি নাগরিক সমাজের Aug 11, 2025
img
ত্রাণ উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত Aug 11, 2025
img
মেঘলা থাকতে পারে ঢাকার আকাশ, বাড়তে পারে তাপমাত্রা Aug 11, 2025
img
বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর কিনশাসা, ঢাকার অবস্থান ৮৫তম Aug 11, 2025
img
হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের Aug 11, 2025