মেগা উন্নয়নের নামে মেগা দুর্নীতি হয়েছে : তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে। মেগা উন্নয়নের নামে মেগা দুর্নীতি করা হয়েছিল। এ দেশের মানুষের অর্থসম্পদ লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে।

রোববার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে নগরের মাদ্রাসা মাঠ-সংলগ্ন ঈদগাহ রোডে রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, বাংলাদেশের মানুষের সমর্থনে, সহযোগিতায় গত বছর ৫ আগস্ট আমরা এই দেশ থেকে স্বৈরাচারকে বিতাড়িত করতে সক্ষম হয়েছি। দল-মত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে যে আন্দোলন গড়ে উঠেছিল, সেই আন্দোলনের মুখে টিকতে না পেরে স্বৈরাচার এই দেশ থেকে পালিয়ে গেছে। একটি রাজনৈতিক দলের উদ্দেশ্য হচ্ছে দেশ এবং দেশের জনগণকে কীভাবে উন্নত করা যায়, দেশের সার্বভৌমত্ব কীভাবে রক্ষা করা যায়, একইসঙ্গে দেশের ভেতরে যত জনগণ আছে সেই জনগণের উন্নত জীবনযাত্রার জন্য বিভিন্ন পরিকল্পনা করা।

স্বৈরাচার জনগণের আন্দোলনের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই স্বৈরাচার ১৭ বছরের বেশি সময় ধরে এই দেশের ক্ষমতা দখল করেছিল। ক্ষমতা দখল করার পরে আমরা দেখেছি, কীভাবে একে একে তারা গুম, খুন, হত্যার রাজনীতি শুরু করেছিল। তারা যে কোনো বিরোধী মতের মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছিল। আমি নিশ্চিত এই সম্মেলনে আজকে যারা উপস্থিত আছেন তারা স্বৈরাচারের সময়ে মিথ্যা মামলায় জর্জরিত হয়েছেন। বিএনপির বাইরের বহু রাজনৈতিক দল যারা আমাদের সঙ্গে রাজপথে ছিল, ছোট-বড় রাজনৈতিক দলগুলো এ দেশের মানুষের অধিকার আদায়ে সোচ্চার ছিল। যারা স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিল প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। প্রত্যেকটা দলের নেতা-কর্মীকে তারা খুন করেছে, গুম করেছে।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আমরা দেখেছি সেই সময়ে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে কীভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। সেটি স্থানীয় নির্বাচন হোক, সেটি জাতীয় নির্বাচন হোক। প্রতিটি পর্যায়ে মসজিদ কমিটির নির্বাচন থেকে শুরু করে মার্কেট কমিটির নির্বাচন, স্থানীয় পর্যায়ের নির্বাচন কিংবা জাতীয় পর্যায়ের নির্বাচন। প্রতিটি নির্বাচন ভেঙে-চুরে চুরমার করে দেওয়া হয়েছে।

বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমরা দেখেছি সেই সময় আইনশৃঙ্খলা বাহিনীকে রাজনীতিকরণ করার মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীকে ধ্বংস করে দেওয়া হয়েছিল।

ড. ইউনুসের সরকারকে উদ্দেশে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার সেই পথে (নির্বাচন) ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। আমরা কিছুদিন আগে সরকারের পক্ষ থেকে শুনেছি, ঘোষণা করা হয়েছে রমজানের আগে ইনশাআল্লাহ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে জনগণের অধিকারের প্রথম পদক্ষেপ বাস্তবায়িত হবে।

সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও রাজশাহী মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
কম বয়সী তরুণকে বিয়ে করায় তোপের মুখে সারা খান! Oct 09, 2025
img
১১ বছর পর বিগ ব্যাশে ফিরছেন মিচেল স্টার্ক Oct 09, 2025
img
কেউ কিছু জানে না, এমন অনেক মিটিং হচ্ছে: আমির খসরু Oct 09, 2025
img
কারিনার সঙ্গে সুখী দাম্পত্য, প্রাক্তন স্ত্রীর সঙ্গেও যোগাযোগ সাইফের Oct 09, 2025
img
সংসার চালাতে পারত না, টেলিভিশনের মালিক হয়ে গেল : মাসুদ কামাল Oct 09, 2025
img
হাসিনার প্রসঙ্গে বক্তব্য ভুলভাবে তুলে ধরা হয়েছে, দাবি রাশেদ খানের Oct 09, 2025
img
আমদানি বাড়ায় কমেছে চালের দাম Oct 09, 2025
img
ড. তোফায়েলের আহমেদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ Oct 09, 2025
img
রোববার থেকে শিশু-কিশোরদের দেয়া হবে টাইফয়েড টিকা : ডা. সায়েদুর Oct 09, 2025
img
হামজারা নিয়ম ভেঙেছেন, দাবি হংকং কোচের Oct 09, 2025
img
৮ দফা দাবিতে ১৩ অক্টোবর বান্দরবানে সকাল-সন্ধ্যা হরতা‌লের ডাক Oct 09, 2025
img
নওগাঁর সাবেক এমপি সুমনসহ নিষিদ্ধ আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার Oct 09, 2025
img
যেদিকে তাকাই, শুধু লাশ ভাসছে: রনি Oct 09, 2025
img
শিকাগোর মেয়র ও ইলিনয় গভর্নরকে কারাগারে পাঠানো উচিত : ট্রাম্প Oct 09, 2025
img
রানি মুখার্জি-ব্রিটিশ প্রধানমন্ত্রীর বৈঠক ঘিরে কৌতূহল Oct 09, 2025
img
ইসরায়েল-ফিলিস্তিনি গোষ্ঠী চুক্তি স্বাক্ষরের পর গাজায় উচ্ছ্বাস Oct 09, 2025
img
এখন আর কেউ আন্দোলনের মাস্টারমাইন্ড হতে চাচ্ছেন না: রনি Oct 09, 2025
img
ফর্মে নেই তবুও পাশে দল, অনুশীলনে সাইকে ব্যাটিং পাঠ শেখালেন ক্যাপ্টেন গিল Oct 09, 2025
img
ড. তোফায়েল আহমেদের মৃত্যুতে জামায়াতের গভীর শোক Oct 09, 2025
img
ভারতে পৌঁছেছেন আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি Oct 09, 2025