শত্রুরা ক্ষতি করার বৃথা চেষ্টা করছেন বলে হুঁশিয়ারি দিলেন টালিউড নির্মাতা সৃজিত মুখার্জি। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে অচেনা শত্রুকে বাড়িতে আমন্ত্রণ জানিয়েছেন সৃজিত।
রোববার (১০ আগস্ট) সৃজিত তার ফেসবুক পেজে জানান, হ্যাকারদের ফাঁদ পাতা ভুবনে পড়েছেন। তবে এ ফাঁদে তাকে যতই ফেলার চেষ্টা করা হোক না কেন সব চেষ্টাই হ্যাকারদের ব্যর্থ হবে।
পোস্টে সৃজিত এও জানিয়েছেন, যারা সৃজিতের ফেসবুক প্যাজটি হ্যাক করতে চাচ্ছেন তারা ভারতের হরিনাভিতে থাকেন। নির্মাতাও সে অঞ্চলের কাছাকাছি অবস্থান করছেন।
সৃজিত লেখেন,
তুমি যেই হও না কেন হরিনাভি থেকে আমার ফেসবুকে ঢোকার বৃথা চেষ্টা করছো। আমি তোমার খুব কাছাকাছিই আছি। এক কাজ করো, তুমি আমার বাড়িতে আসো। তারপর আমার ল্যাপটপ থেকে আমার ফেসবুক প্রোফাইল খোলার চেষ্টা করো।
হ্যাকারদের উদ্দেশে এমন সরস পোস্ট দারুণ পছন্দ করেছেন নেটিজেনরা। মন্তব্যের ঘরে ভক্তরা মজার সব ইমোজি পোস্ট করছেন।
হ্যাকারের উদ্দেশে সৃজিতের এমন পোস্ট প্রসঙ্গে একজন লেখেন, সৃজিত মনে হয় ‘টু ফ্যাক্টর’ নোটিফিকেশন চালু করিয়েছেন?
প্রসঙ্গত, সিনেমার কাজ নিয়ে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন নির্মাতা সৃজিত মুখার্জি। খুব শিগগিরই প্রেক্ষাগৃহে আসছে তার পরিচালিত‘লহ গৌরাঙ্গের নাম রে’ সিনেমাটি।
এমকে/টিকে