আগামী মৌসুম শুরু হওয়ার আগে প্রাক-মৌসুমে নিজেদের শেষ ম্যাচে লুকা মদ্রিচের ক্লাব এসি মিলানের মুখোমুখি হয়েছিল চেলসি। ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল চেলসি ঘরের মাঠে নিজেদের দারুণ ফর্ম ধরে রেখেছে। ইতালির জায়ান্ট মিলানকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে তারা।
মিলানের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে প্রাক-মৌসুম প্রস্তুতি শেষ করলো চেলসি। আগামী ১৫ আগস্ট থেকে শুরু হবে ইংলিশ প্রিমিয়ার লিগের মৌসুম। ইতালিয়ান সিরি আ শুরু হবে পরের সপ্তাহে।
ক্লাব বিশ্বকাপ জয়ের পর গত বৃহস্পতিবার (৭ আগস্ট) চেলসি মাঠে নেমেছিল লেভারকুসেনের বিপক্ষে। সেই ম্যাচে ২-০ গোলে জয় পেয়েছিল মারেস্কার দল। আর রোববার (১০ আগস্ট) ঘরের মাঠে মিলানকে হারিয়েছে চেলসি।
স্টামফোর্ড ব্রিজে ম্যাচের ৫ম মিনিটেই এগিয়ে যায় চেলসি। আত্মঘাতী গোল করে নিজেদের জালেই বল জড়িয়ে দেন এসি মিলানের আন্দ্রে কিউবিয়াস। ৮ম মিনিটে দ্বিতীয় গোল করেন ব্রাজিল তারকা জোয়াও পেদ্রো। এ নিয়ে চেলসির জার্সিতে ৫ ম্যাচে ৫ গোল করলেন তিনি।
১৮তম মিনিটেই ১০ জনের দলে পরিণত হয় এসি মিলান। আত্মঘাতী গোলদাতা আন্দ্রে কিউবিয়াসকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন রেফারি।
লিয়াম ডেলাপ করেন জোড়া গোল। ৬৭ মিনিটে পেনাল্টি থেকে দলের তৃতীয় ও নিজের প্রথম এবং ৯০তম মিনিটে করেন নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল। ৭০তম মিনিটে একটি গোল শোধ করেন এসি মিলানের ইউসুফ ফোফানা।
এমআর/টিকে