চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা এলাকা থেকে অনলাইনে আওয়ামী লীগের পক্ষে প্রচারণা চালানো ছাত্রলীগের কর্মী মো. দিদার হোসাইন চৌধুরীকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১১ আগস্ট) তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দিদার হোসাইন কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের ২নং ওয়ার্ড হযরত বিশ্ব ফকির (রহ.) বাড়ির বাসিন্দা। তার বাবার নাম আবুল কালাম।
পুলিশ জানায়, গ্রেপ্তার দিদার হোসাইন দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে অনলাইনে আওয়ামী লীগের নানা কর্মসূচি, প্রচার-প্রচারণা ও দলীয় কার্যক্রমে সক্রিয় ছিলেন। বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফ বলেন, গ্রেপ্তার দিদারকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।
পিএ/টিএ