বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১২ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে বেগম জিয়ার বাসভবন ফিরোজায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
জানা গেছে, চোখের ফলোআপ চিকিৎসার জন্য মির্জা ফখরুল বুধবার (১৩ আগস্ট) থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যাচ্ছেন। সকালে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ব্যাংককের উদ্দেশে তার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করার কথা রয়েছে।
এই ব্যাংকক সফরের প্রাক্কালে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করলেন মির্জা ফখরুল। এ সময় বিএনপি মহাসচিবের সঙ্গে দলের স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ছিলেন। তারা খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেন।
বিএনপির মিডিয়া সেল সূত্রে এসব তথ্য জানা গেছে।
এর আগে চোখের চিকিৎসার জন্য গত ১৩ মে সস্ত্রীক ব্যাংকক যান মির্জা ফখরুল। ব্যাংককের রুটনিন আই হাসপাতালে পরদিন ১৪ মে মির্জা ফখরুলের বাম চোখে সফল অস্ত্রোপচার হয়। এরপর চোখের চিকিৎসা শেষে গত ৭ জুন দেশে ফেরেন তারা।
এদিকে মঙ্গলবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ।
কেএন/এসএন