স্বাধীনতা দিবসের আগেই টলিউডে ঠান্ডা লড়াই

স্বাধীনতা দিবসের আগের দিন ১৪ আগস্ট বাংলা সিনেমার দর্শকদের নিয়ে ফের এক জোর-লড়াই শুরু। ছবি দেব-শুভশ্রীর ‘রিয়েল ও রিল লাইফ’ মিশিয়ে কৌশিক গঙ্গোপাধ্যায়ের নতুন ‘ধূমকেতু’ বনাম শিবপ্রসাদ-নন্দিতার উইন্ডোজ প্রোডাকশনের থ্রিলার সিনেমা ‘রক্তবীজ-২’। স্বাধীনতা দিবস ঘিরে টানা তিনদিনের ছুটির বাজারে দেব-শুভশ্রীর ছবির প্রচার কৌশলে বিপণনে ভাগ বসিয়ে দিলেন শিবপ্রসাদ-নন্দিতার ছবির আবির-মিমি।

দেব-শুভশ্রীর মাখো মাখো প্রেমের ছবি ‘ধূমকেতু’ মুক্তি পাচ্ছে আগামী ১৪ আগস্ট। দেব-শুভশ্রী- টলিউডের দুই জনপ্রিয় ব্যক্তিত্বের হৃদয়ের টানাপোড়েনের কাহিনি পর্দায় আসা নিয়ে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি প্রচারের শীর্ষে। অনেকদিন পর একটি বাংলা সিনেমা মুক্তির আগে দর্শকমহলে ধূমকেতু এতটা ‘হাইপ’ যে উঠবে তা কল্পনা করতে পারেননি খোদ দেব-ভক্তরা। অনেকটা শাহরুখের ‘পাঠান’ বা ‘জওয়ান’ ছবির মতোই সকাল সাতটায় ‘ফার্স্ট ডে ফার্স্ট শো’ দেখার আবেগে উত্তাল বাংলা সিনেমার দেব-শুভশ্রী ভক্তকুল। বস্তুত এই দু’জনের কেমিস্ট্রির আবেগ ধরে রেখেই এই প্রথম সাউথ সিটি মলের আইনক্সে ১৪ আগস্ট সকাল সাতটায় ধূমকেতুর প্রথম শো রাখতেই টিকিট হাউসফুল। অন্যদিকে আবার সাড়া জাগিয়ে আগামী ১৪ আগস্ট সকাল দশটায় শিবপ্রসাদ-নন্দিতা জুটি তাঁদের নতুন ছবি ‘রক্তবীজ টু’র টিজার প্রকাশ করছেন। সকাল সাতটায় ‘ধূমকেতু’ রিলিজ হওয়ার তিন ঘণ্টার মধ্যে আবির-মিমি অভিনীত ‘রক্তবীজ-২’ টিজার রিলিজ হলে যে প্রচারের আলো অনেকটাই শিবপ্রসাদ-নন্দিতারা টেনে নেবেন তা বলার অপেক্ষা রাখে না। কারণ, গতবছর দিল্লির শীর্ষ রাজনৈতিক হত্যার ষড়যন্ত্র ভেস্তে দেওয়া দুই অসম-ব্যক্তিত্বর জীবনকাহিনি এবং তাঁকে সাহসী তরুণ-তরুণীর সিনেমা-প্রেমের ছবি ছিল সুপার-ডুপার হিট।

এখনও বহু মানুষের মুখে মুখে ঘুরছে রক্তবীজের সেই সাসপেন্স। এবার সেই সুপারহিট ছবির সিকুয়েল ধরেই দেশ-বিদেশের নানা প্রেক্ষাপট মিলিয়ে ‘রক্তবীজ-২’ আসছে। পুজোয় আসবে আবির-মিমি জুটির এই থ্রিলার। ‘রক্তবীজ’ এর আগে সব ছবিকে পিছনে ফেলে বক্স অফিসে সুপারহিট ছিল। কিন্তু প্রশ্ন এখানেই, বেছে বেছে তার টিজার প্রকাশ ১৪ তারিখ সকাল ১০টায় কেন? মুখে কুলুপ উইন্ডোজের। তবে নন্দিতা-শিবপ্রসাদ জুটির ফ্যান-ফলোয়াররা যে এই ছবির টিজার ঘিরে সোশাল মিডিয়ায় ঝড় তুলবেন তা বলার অপেক্ষা নেই। দেব প্রযোজিত ‘ধূমকেতু’র পরই অবশ্য ইতিমধ্যে প্রচারে ঢুকে পড়েছে ঘাটালের সাংসদ অভিনীত ছবি ‘রঘু ডাকাত’।

পিছিয়ে নেই বাংলার ব্যান্ডিট কুইন ‘দেবী চৌধুরাণী’ ছবিতে শ্রাবন্তীর অভিনয়। গ্রামের মিষ্টি মেয়ে প্রফুল্ল থেকে দেবী চৌধুরাণীতে উত্তরণ, ভবানী পাঠকের হাত ধরে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ের কাহিনি এই ছবির বিষয়বস্তু। সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিকায় তৈরি ছবির চেনা চরিত্রকে পরিচালক শুভ্রজিৎ মিত্র শুধু নতুন মোড়কে উপস্থাপন করেননি, মঙ্গলবার এক নতুন আঙ্গিকে প্রচারের কৌশল নিয়েছিলেন। ছবিটির টিজারের লিংক মাত্র আধঘণ্টার জন্য কলকাতায় বিশিষ্টদের কাছে পাঠিয়ে চমকে দিয়েছেন তিনি। ছবিতে তীক্ষ্ম তলোয়ার চালনা থেকে ঘোড়সওয়ারি, রক্তাক্ত মুখে হাড় হিম করা প্রতিশোধের আগুন চোখ থেকে ঠিকরে বের হওয়ার দৃশ্য দেখবেন দেবী চৌধুরাণীতে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ভবানী পাঠকের চরিত্রে নেওয়ার পর থেকেই বিভিন্ন মহলে আলোচনা শুরু হলেও দিনের শেষে তাঁর অভিনয় যে সমস্ত সমালোচকদের মুখ বন্ধ করে দেবে তা এদিন টিজার থেকে স্পষ্ট। তবে রঘু ডাকাত ও দেবী চৌধুরাণী ছাপিয়ে আপাতত চর্চায় ‘ধূমকেতু’ বনাম ‘রক্তবীজ-২’র ঠান্ডা লড়াই। ধূমকেতুতে আসল অস্ত্র যেখানে দেব-শুভশ্রী রিল ও রিয়েল লাইফের রসায়নজনিত কৌতূহল, কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনার গুণ, সেখানে রক্তবীজ আগের বারের মতোই টোটালিটিতে দুরন্ত, সঙ্গে শিবপ্রসাদ-নন্দিতার পরিচালনাও তাঁদের তুরুপের তাস। টলিউড ইন্ডাস্ট্রিতে আপাতত এই ঠান্ডা লড়াই নিয়ে জোর চর্চা শুরু।

এফপি/এসএন 

Share this news on:

সর্বশেষ

img
কাশ্মীরে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০, নিখোঁজ ২০০ Aug 15, 2025
img
গির্জায় ঘনিষ্ঠ দৃশ্যকে ঘিরে সিদ্ধার্থ-জাহ্নবীকে খ্রিষ্টান গোষ্ঠীর আইনি নোটিশ Aug 15, 2025
img
সাদা পাথরের ছবি পোস্ট করে নাজনীন নীহার আক্ষেপ প্রকাশ Aug 15, 2025
img
শেখ মুজিবের মৃত্যুর ৫০ বছর, শোক জানিয়ে যা বললেন তারকারা Aug 15, 2025
ট্রাম্পের নরওয়ে ফোনালাপে নোবেল চাওয়ার তথ্য প্রকাশ Aug 15, 2025
img
জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে উচ্চপদস্থ তদন্ত বোর্ড গঠন Aug 15, 2025
img
খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা Aug 15, 2025
img
বিপাশাকে নিয়ে কটু মন্তব্যের পর ম্রুণালের ক্ষমা প্রার্থনা, ভুল স্বীকারে প্রশংসা হিনার Aug 15, 2025
img
নিজে নির্বাচন করার কোনো ইচ্ছে নেই, জানালেন ড. ইউনূস Aug 15, 2025
img
স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ রাজনৈতিক দলে পরিণত হতে পারেনি: এ্যানি Aug 15, 2025
সাকিবের ফিরতি ম্যাচে হতাশাজনক পারফরম্যান্স! Aug 15, 2025
img
ফেব্রুয়ারিতেই নির্বাচন, কোনো শক্তি বিলম্বিত করতে পারবে না: প্রেস সচিব Aug 15, 2025
img
অস্ট্রেলিয়ায় লাল বলের ম্যাচে স্পটলাইটে থাকবেন যারা Aug 15, 2025
img
শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালনকে কেন্দ্র করে আটক ৬ Aug 15, 2025
img
ঐতিহাসিক আলাস্কায় ইউক্রেন ইস্যুতে ট্রাম্প-পুতিনের বৈঠক Aug 15, 2025
img
সংস্কারের নামে কালক্ষেপণ করলে ভয়ংকর বিপদ ডেকে আনবে: রিজভী Aug 15, 2025
img
খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চাইলেন এনসিপি নেতা আবদুল হান্নান মাসউদ Aug 15, 2025
img
লিভারপুল-বোর্নমাউথ ম্যাচ দিয়ে শুরু প্রিমিয়ার লিগ মৌসুম Aug 15, 2025
img
ধানমণ্ডি ৩২ নম্বরে ‘ভাইরাল’ সিদ্দিককে গণপিটুনি Aug 15, 2025
img
খালেদা জিয়াকে নির্যাতনের সঙ্গে জড়িতদের বিচার হওয়া উচিত: আব্বাস Aug 15, 2025