দীর্ঘ দশ বছরের প্রেমের সম্পর্ক, তিন বছরের বাগ্দান সবকিছুর ইতি টানতে বাধ্য হয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। ২০২০ সালের মার্চে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে প্রেমিক রনি রিয়াদ রশিদের সঙ্গে বাগ্দান সম্পন্ন করেছিলেন তিনি।
কিন্তু কয়েক মাসের মধ্যেই আচমকা বিচ্ছেদের ঘোষণা দেন। এতদিন এ বিষয়ে মুখ না খুললেও অবশেষে নীরবতা ভাঙলেন এই তারকা।
সম্প্রতি দেশের একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নুসরাত ফারিয়া জানান, ছোটবেলা থেকেই রনির সঙ্গে তাঁর সম্পর্ক। “মা-বাবা আর রনি এই ছিল আমার পুরো পৃথিবী। ওকে ছাড়া কিছু ভাবতেই পারতাম না। একসঙ্গে থাকা, সময় কাটানো , সবকিছুতেই অভ্যস্ত ছিলাম,” বলেন তিনি।
তবে এত গভীর সম্পর্ক থেকেও বেরিয়ে আসার সিদ্ধান্ত ছিল কঠিন। ফারিয়ার ভাষায়, “এটা আমার জীবনের বড় সিদ্ধান্ত ছিল। চার বছর ধরে বলতে চেয়েছি, কিন্তু সাহস পাইনি। রনি জিজ্ঞেস করেছিল আমি একসঙ্গে থাকতে চাই কি না, কিন্তু আমাদের সম্পর্কের কোনো ভবিষ্যৎ ছিল না। তাই থাকতে চাইনি।”
এই বিচ্ছেদ নুসরাত ফারিয়াকে মানসিকভাবে ভেঙে দেয়। তিনি জানান, “মানসিক অবসাদের কারণে টানা তিন মাস কোনো কাজ করিনি। এখনও ওষুধ খাচ্ছি অবসাদ কাটানোর জন্য। ধীরে ধীরে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিচ্ছি।”
কিছুদিন আগে এক বিতর্কে জড়িয়ে পড়েছিলেন এই অভিনেত্রী, এমনকি একদিনের জন্য কারাগারেও ছিলেন। বর্তমানে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন তিনি এবং কাজের ব্যস্ততায় ফিরতে শুরু করেছেন।
এমকে/টিএ