ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পরমাণু যুদ্ধের হুমকি,মুখ খুলল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র সফরে গিয়ে পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনিরের ভারতে পারমাণবিক হামলার হুমকির পর ওয়াশিংটন বলেছে, দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই দেশ ভারত ও পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক অপরিবর্তিত রয়েছে। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র ট্যামি ব্রুস যুক্তরাষ্ট্রের এই অবস্থানের কথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন।

ট্যামি বলেন, ভারত ও পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক অপরিবর্তিত রয়েছে এবং মার্কিন কূটনীতিকরা উভয় দেশের প্রতি অঙ্গীকারবদ্ধ। গত দুই মাসের মধ্যে দ্বিতীয় বারের মতো যুক্তরাষ্ট্র সফরে গিয়ে রোববার পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির ভারতের বিরুদ্ধে পারমাণবিক যুদ্ধের হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, ‘‘আমরা পরমাণু শক্তিধর দেশ। আমাদের যদি মনে হয়, আমরা ধ্বংস হয়ে যাচ্ছি, তাহলে অর্ধেক পৃথিবীকে নিয়ে ধ্বংস হব।’’

পাকিস্তানের সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের এই হুমকিকে যুক্তরাষ্ট্রের মাটিতে বসে তৃতীয় কোনও দেশের বিরুদ্ধে প্রথম হিসেবে মনে করা হচ্ছে। এই বিষয়ে প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত-পাকিস্তানের সাম্প্রতিক সামরিক সংঘাতের পর শান্তি প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রকে যুক্ত করেছেন। তিনি বলেন, সম্ভাব্য বড় বিপর্যয় ঠেকাতে ভূমিকা রেখেছে যুক্তরাষ্ট্র। এটি ‘ওয়াশিংটনের জন্য গর্বের মুহূর্ত’।

তিনি বলেন, আমরা পাকিস্তান ও ভারতের সঙ্গে এমন এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলাম, যেখানে একটি সংঘাত আরও বড় বিপর্যয়ে পরিণত হতে পারত। সেই সময় ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বিষয়টি সমাধানে এগিয়ে আসেন।

ট্যামি বলেন, ‘‘আমরা টেলিফোনে কল ও বিভিন্ন ধরনের উদ্যোগের মাধ্যমে আক্রমণ ঠেকানোর চেষ্টা করেছি এবং উভয়পক্ষকে একত্রিত করে টেকসই সমাধানের পথ তৈরি করেছি। এটি আমাদের জন্য গর্বের মুহূর্ত যে, আমাদের শীর্ষ নেতৃবৃন্দ সম্ভাব্য বিপর্যয় ঠেকাতে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।’’

ট্রাম্পের সঙ্গে অসীম মুনিরের সাম্প্রতিক বৈঠকের পর যুক্তরাষ্ট্র পাকিস্তানে আরও সাহায্য কিংবা অস্ত্র বিক্রি বাড়াবে কি না, এমন প্রশ্নের জবাবে ট্যামি ব্রুস বলেন, ‘‘যুক্তরাষ্ট্রের সম্পর্ক উভয় দেশের সঙ্গে অপরিবর্তিত রয়েছে। ভালো আছে। মার্কিন কূটনীতিকরা উভয় দেশের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার প্রতিরক্ষা ও সন্ত্রাসবিরোধী সংলাপের কথাও উল্লেখ করেন। মঙ্গলবার ইসলামাবাদে দুই দেশের কর্মকর্তাদের এই সংলাপ অনুষ্ঠিত হয়েছিল। ট্যামি ব্রুস বলেন, ‘‘সর্বশেষ দ্বিপাক্ষিক আলোচনায় সন্ত্রাসবিরোধী প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র ও পাকিস্তান। একই সঙ্গে সন্ত্রাসী হুমকির বিরুদ্ধে সহযোগিতা বাড়ানোর উপায় নিয়েও আলোচনা করেছে।’’

তিনি বলেন, উভয় দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের কাজ করাটা ওই অঞ্চল ও বিশ্বের জন্য সুসংবাদ এবং এটি ভবিষ্যতের জন্য কল্যাণজনক হবে।

ইউটি/এসএন

Share this news on:

সর্বশেষ

img
রাষ্ট্রপতিকে শপথ কে পড়াবেন, মতামত জানতে ৭ অ্যামিকাস কিউরি নিয়োগ Aug 14, 2025
img
গ্লোবাল প্লাস্টিকস চুক্তির খসড়া প্রত্যাখ্যান করল বাংলাদেশ Aug 14, 2025
img
‘পরম সুন্দরী’ ট্রেলারে রঙ আর সুরের মেলবন্ধনে মুগ্ধ দর্শকরা Aug 14, 2025
img
প্রথমবারের মত ফুটবলের মাঠে নামল এআই-চালিত মানবাকৃতির রোবট দল Aug 14, 2025
img
একজন উপদেষ্টাকে রাত ৪টায় বের হতে হয় চাঁদাবাজিতে : মঞ্জুরুল আলম পান্না Aug 14, 2025
img
দেশের ৭ জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা Aug 14, 2025
img
পিএসজি-টটেনহাম ম্যাচে উয়েফার নেতানিয়াহুর বিরোধী বার্তা Aug 14, 2025
img
শুভশ্রীকে পাশে নিয়ে প্রেমিকা রুক্মিণীর নামে পুজা দিলেন দেব! Aug 14, 2025
img
৩৩ বছর বয়সে সিরিজ সেরার পুরস্কার জিতলেন কিউই পেসার Aug 14, 2025
img
ফেব্রুয়ারিতে নির্বাচন না করার পায়তারা চলছে, শিগগিরই টের পাবেন— মাসুদ কামাল Aug 14, 2025
img
এজেন্সি মালিক ৩ হাজার বিড়ি নিয়ে সৌদি যান, স্বর্ণ আনার সময় ধরা খান: ধর্ম উপদেষ্টা Aug 14, 2025
img
আবারও গ্রেফতার প্রিন্স মামুন Aug 14, 2025
img
‘আন্ধার’-এ সিয়ামের নায়িকা হচ্ছেন তুষি Aug 14, 2025
img
পাকিস্তানে স্বাধীনতা দিবস উদযাপনে ফাঁকা গুলি, বহু হতাহত Aug 14, 2025
img
ফেসবুকে খাবারের ছবি তারাই দেয়, যারা অনেকদিন পরে ভালো খায়: কুদ্দুস বয়াতি Aug 14, 2025
img
করদাতাদের ব্যাপক সাড়া, ১০ দিনেই ই-রিটার্ন দিয়েছেন ৯৬৯৪৫ জন Aug 14, 2025
img
সাদা পাথর লুটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রিট শুনবেন হাইকোর্ট Aug 14, 2025
img
ইলন মাস্কের এক্স এআই ছাড়লেন সহ-প্রতিষ্ঠাতা ইগর বাবুশকিন Aug 14, 2025
img
লখনউ সুপার জায়ান্টস থেকে বিদায়ের পথে জহির খান Aug 14, 2025
img
চিকিৎসার জন্য ইংল্যান্ডে তাওহীদ হৃদয় Aug 14, 2025