গ্ল্যামার দুনিয়ায় নয়-নয় করে কাটিয়ে ফেলেছেন বহু বছর। তিনি আর কেউ নন মডেল-অভিনেত্রী পূজা বাত্রা।
১৯৯৩ সালে জিতেছিলেন মিস ইণ্ডিয়া ইন্টারন্যাশনাল খেতাব। গ্ল্যামার দুনিয়ায় কাজ করার পাশাপাশি সমানতালে চালিয়ে গিয়েছিলেন পড়াশোনাও।
বিখ্যাত সাবান ও শ্যাম্পুর ব্র্যান্ডের মুখ ছিলেন তিনি। একইসঙ্গে ছিলেন অর্থনীতিতে স্নাতক ও এরপরে এমবিএ করেন তিনি।
১৯৯৭ সালে বলিউডে আত্মপ্রকাশ ঘটে পূজার 'বিরাসত' ছবির হাত ধরে। পেয়েছিলেন এই ছবির জন্য সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার।
এই মুহূর্তে পূজা নিজে প্রযোজক। রয়েছে তাঁর নিজস্ব প্রযোজনা সংস্থা। এই প্রযোজনা সংস্থার ব্যানারে মুক্তি পেয়েছে বহু বলিউড ও হলিউড ছবি।
লস অ্যাঞ্জেলস নিবাসী পাত্রের সঙ্গে প্রথমে গাঁটছড়া বাঁধেন পূজা ২০০২ সালে। তবে সেই বিয়ে একাবারেই সুখকর হয়নি। পরবর্তীতে নবাব শাহকে বিয়ে করেন পূজা।
পূজার সোশাল মিডিয়ায় চোখ রাখলেই বোঝা যায় তাঁর জীবন ঠিক কতটা রঙিন। দুর্দান্ত সব ফটোশুটে নজর কাড়েন তিনি।
শাড়ি হোক বা পশ্চিমী পোশাক বা বিকিনি সবেতেই লাস্যময়ী পূজা।
এমকে/টিএ