সুইজারল্যান্ডের জেনেভা শহরে দূষণ বৃদ্ধি মোকাবেলায় প্রথমবারের মতো যাত্রীদের সাময়িকভাবে বিনা মূল্যে গণপরিবহনসেবা দেওয়া হবে।শহরের দূষণ কমানোর জন্য নেওয়া একাধিক ব্যবস্থার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সুইজারল্যান্ডের পশ্চিমাঞ্চলের ফরাসি ভাষাভাষী এলাকা জেনেভায় ওজোন দূষণের মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ক্ষতিকারক ওজোন গ্যাস শ্বাসপ্রশ্বাসে সমস্যা সৃষ্টি করতে পারে এবং মাথা ব্যথা ও হাঁপানির ঝুঁকি বাড়াতে পারে।
এক বিবৃতিতে জেনেভা ক্যান্টন জানিয়েছে, ওজোনের ঘনত্ব ২৪ ঘণ্টার মধ্যে প্রতি ঘনমিটারে স্বাস্থ্য সুরক্ষা সীমা ১৮০ মাইক্রোগ্রাম অতিক্রম করেছে বলে শহরটির ধোঁয়াবিরোধী ব্যবস্থায় দেখা গেছে।
তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছনোর কারণে সুইজারল্যান্ডের পশ্চিম ও দক্ষিণ অংশে মঙ্গলবার তাপমাত্রা সতর্কতা জারি করেছে সরকার।
জেনেভা ক্যান্টনের পরিবেশ অফিস রয়টার্সকে জানিয়েছে, উচ্চ তাপমাত্রা ও কম মেঘের আবরণের ফলে ওজোন দূষণকারী পদার্থ জমা হয় ও বের হয়ে যেতে বেশি সময় লাগে।
এর প্রেক্ষিতে ক্যান্টনজুড়ে বুধবার থেকে প্রথমবারের মতো পাবলিক ট্রান্সপোর্ট বিনা মূল্যে চালু করা হয়েছে।
যাতে বাসিন্দা ও দর্শনার্থীরা তাদের গাড়ি ছেড়ে বাস, ট্রাম, ট্রেন ও নৌকা ব্যবহার করতে উৎসাহিত হয় ও যানবাহন থেকে নির্গত দূষণ কমে।
পরিবেশ অফিস জানিয়েছে, এ জরুরি কর্মসূচীর অধীনে গৃহীত ব্যবস্থাগুলোর লক্ষ্য হলো নাইট্রোজেন অক্সাইডের নির্গমন হ্রাস করা, বিশেষ করে গণপরিবহনে উৎসাহিত করে সবচেয়ে দূষণকারী ব্যক্তিগত যানবাহনের চলাচল সীমিত করা।
এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানিয়েছে, দূষণ কমার আগ পর্যন্ত যাত্রীদের কোনো টিকিটের প্রয়োজন হবে না ও টিকিট যাচাই বন্ধ থাকবে। এ ছাড়া স্থানীয় সময় সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত শহরের কেন্দ্র অঞ্চলে কেবল কম দূষণকারী গ্যাস নির্গমনকারী গাড়িই চলতে পারবে।
সূত্র : রয়টার্স
এমআর/টিএ