নিজের জীবন নিয়ে আশঙ্কার অভিযোগ রাহুল গান্ধীর

ভারতের বিরোধীদল কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সংসদ সদস্য রাহুল গান্ধী নিজের জীবন নিয়ে আশঙ্কার অভিযোগ করেছেন। তিনি বলেছেন, ‘‘২০২২ সালের ভারত জোড়ো যাত্রা চলাকালে বিনায়ক দামোদর সাভারকারকে নিয়ে মন্তব্য করায় কিছু বিজেপি সাংসদ তাকে প্রাণনাশের হুমকি দিয়েছেন। তারা বলেছেন, তার দাদী ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মতোই পরিণতি ভোগ করবেন রাহুল গান্ধী।’’

বুধবার রাহুল গান্ধী এই আশঙ্কার কথা আদালতকে জানিয়েছেন বলে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে। এতে বলা হয়েছে, দেশটির হিন্দুত্ববাদী নেতা বিনায়ক দামোদর সাভারকারকে নিয়ে করা মন্তব্যের জেরে দায়ের হওয়া মানহানির মামলায় গত ২৪ জুলাই মহারাষ্ট্রের নাসিকের একটি আদালত রাহুল গান্ধীকে জামিন দিয়েছেন।

রাহুল গান্ধীর আইনজীবী মিলিন্দ পাওয়ার বলেছেন, কিছু গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনা নথিভুক্ত করার আবেদন জানিয়ে আদালতে পৃথক পিটিশন দায়ের করেছে কংগ্রেস। যাতে রাজনৈতিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট পূর্ণাঙ্গভাবে বিচার করা যায়। তিনি বলেন, গত ১৫ দিন ধরে আমাদের মক্কেল রাহুল গান্ধী নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলন করছেন। সংসদ অধিবেশন চলাকালে ‘হিন্দুত্ব’ শব্দ নিয়ে প্রধানমন্ত্রী ও রাহুল গান্ধীর মধ্যে কথা কাটাকাটিও হয়েছে; যা নথিভুক্ত আছে। একই সময়ে, বিজেপির দুই সাংসদ রাহুল গান্ধীকে ‘পাশে সরে দাঁড়াতে’ বলেন এবং হুমকি দেন, ভবিষ্যতে তিনি তার দাদীর মতো পরিণতি ভোগ করবেন। তারা তাকে ‘সবচেয়ে বড় সন্ত্রাসী’ বলেও আখ্যায়িত করেন।’’

রাহুলের এই আইনজীবী বলেন, ‘‘যারা তাকে (রাহুল গান্ধী) হুমকি দিয়েছেন তাদের বংশপরিচয় তার জন্য বড় উদ্বেগের বিষয়। তারা সাভারকারপন্থী এবং রাহুল গান্ধী বর্তমানে যে অবস্থান নিয়েছেন, তাতে তার বিশ্বাসঘাতকতার শিকার হওয়া কিংবা ক্ষতির আশঙ্কা রয়েছে।’’

তিনি বলেন, যে কারণে আদালতের বিচারপ্রক্রিয়ায় আনুষ্ঠানিকভাবে এই ঘটনাটি নথিভুক্ত করা জরুরি মনে করেছি। এজন্য আজ আমরা আবেদন দায়ের করেছি এবং আদালত তা গ্রহণ করেছেন। এই মামলার পরবর্তী শুনানি আগামী ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

দেশটির অলাভজনক একটি সংস্থার পরিচালক ও নাসিকের বাসিন্দা দেবেন্দ্র ভুতাদা রাহুল গান্ধীর বিরুদ্ধে ওই ফৌজদারি মানহানি মামলা দায়ের করেছিলেন। তার অভিযোগ, হিঙ্গোলিতে এক সংবাদ সম্মেলন এবং ভারত জোড়ো যাত্রার সময়ের এক বক্তৃতায় রাহুল গান্ধীর করা মন্তব্য সাভারকারের সুনাম ক্ষুণ্ণ করেছে।


ইউটি/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ভারতীয়দের নিয়ে এবার যুক্তরাজ্যের নতুন সিদ্ধান্ত Aug 14, 2025
img
এনসিপি সরকারে না গিয়েও তারা রাষ্ট্রীয় প্রটোকল পাচ্ছে : খোকন Aug 14, 2025
img
হার্ট অ্যাটাক করেছেন হিরো আলম! Aug 14, 2025
ভালোবাসা, ভাঙন আর বেঁচে থাকার গল্প বললেন নুসরাত ফারিয়া Aug 14, 2025
img
বয়স ৪৬, এখনো শিখছেন ইমরান তাহির Aug 14, 2025
যে কারণে স্বাস্থ্য সংস্কার আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের Aug 14, 2025
ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না, জানালেন অর্থ উপদেষ্টা Aug 14, 2025
img
‎‎মানিকগঞ্জে আওয়ামী লীগ নেতার খামার থেকে গরু লুট Aug 14, 2025
img
মোদির মতে, ‘এআই’ মানে আমেরিকান-ইন্ডিয়ান Aug 14, 2025
img
আমাদের কাছে ব্রহ্মস আছে, পাকিস্তানকে ওয়াইসির কড়া বার্তা Aug 14, 2025
img
জাফলংয়ে বালু-পাথর লুটপাট ঠেকাতে প্রশাসনের অভিযান, ভাঙা হলো ১০০ নৌকা Aug 13, 2025
img
আমার নাকি মন খারাপ শাকিব খানের জন্য: মিষ্টি জান্নাত Aug 13, 2025
img
উয়েফা সুপার কাপ ফাইনালে আজ মুখোমুখি পিএসজি-টটেনহ্যাম Aug 13, 2025
img
ইসলামকে রাষ্ট্রক্ষমতায় নেওয়ার এই সুযোগ আগে আসেনি: চরমোনাই পীর Aug 13, 2025
img
কোহলির সঙ্গে বাবরের তুলনা নিয়ে ক্ষোভ প্রকাশ শেহজাদের Aug 13, 2025
img
বাবা ও মাকে বড় রেস্তোরাঁয় নিয়ে ধনীদের মাঝে নার্ভাস ছিলাম : অমিতাভ Aug 13, 2025
img
বাজে মৌসুম কাটিয়েও রাঙ্কিংয়ে রিয়ালের ধারে কাছেও নেই বার্সা Aug 13, 2025
img
ইতালির উপকূলে অভিবাসীদের বহনকারী নৌকাডুবির ঘটনায় প্রাণ গেল ২০ জনের Aug 13, 2025
img
বাংলাদেশে নিজের বিচার হওয়া নিয়ে যা বললেন টিউলিপ Aug 13, 2025
img
চক্রান্তে হেরে গেছেন নেতানিয়াহু, দাবি নিউজিল্যান্ডের Aug 13, 2025