আজ ৫০ বসন্ত উদযাপন করছেন শোয়েব আখতার। জন্মদিন উপলক্ষ্যে সকলের কাছে ভালোবাসায় সিক্ত হচ্ছেন ‘রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস’ খ্যাত এই পেসার। তবে এমন আনন্দের এক দিন আগেও উত্তরসূরিদের সমালোচনায় বিদ্ধ করতে ছাড়লেন না পাকিস্তানের সাবেক পেসার।
গতকাল ওয়েস্ট ইন্ডিজের কাছে পাকিস্তানের ২০২ রানের বিশাল পরাজয় দেখে চটেছেন শোয়েব।
বিশেষ করে যেভাবে ব্যাটিং অর্ডার ধসে পড়ে তাতে ক্ষুব্ধ হন তিনি। পাকিস্তান ২৯৫ রান তাড়া করতে নেমে ৯২ রানে অলআউট হওয়ায় খোঁচা মেরে জানান, শুকরিয়া, ওয়েস্ট ইন্ডিজ দলে প্যাট কামিন্স-মিচেল স্টার্ক ছিলেন না।
ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তানের তৃতীয় ওয়ানডে শেষে শোয়েব বলেছেন, ‘শুকরিয়া, প্যাট কামিন্স-মিচেল স্টার্ক দলে ছিল না। এ রকম কন্ডিশনে যখন খেলা হবে আমাদের খেলোয়াড়দের আসল চরিত্র প্রকাশ পাবে। গতকাল সিরিজ নির্ধারণী ম্যাচে ২৯.২ ওভারে অলআউট হয়েছে পাকিস্তান। দলে ভালো খেলোয়াড় না থাকলে এমনটাই হবে জানিয়েছেন শোয়েব। বিশ্বের দ্রুততম বোলার বলেছেন, ‘দলে প্রতিষ্ঠিত অলরাউন্ডার, ব্যাটার, পেসার এবং স্পিনার না থাকে তাহলে ৫০ ওভার খেলতে পারবেন না। সংস্করণটা কোনো রকমে খেলতে পারেন না।
খেলোয়াড়দের ভুল নয়, এটা বাজে নীতির ফল। পেস সহায়ক উইকেটে সব সময় তোমার খেলোয়াড়দের আসল চেহারা বেরিয়ে আসবে। তাই পুনর্নির্মাণ প্রক্রিয়াটির একটি নতুন নাম দেওয়া হয়েছে, সমন্বয় তৈরি কর।’
পাকিস্তানের হারে ৩৪ বছর পর তাদের বিপক্ষে সিরিজ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজ হারায় কোচ মাইক হেসনের সমালোচনা করতেও ছাড়েননি শোয়েব।
১৯৭৫ সালে জন্ম নেওয়া সাবেক পেসার বলেছেন, ‘মাইক হেসন একজন ভালো টি-টোয়েন্টি কোচ। তবে আমি জানি না, ওয়ানডেতে তার কি গুণ আছে। এই সংস্করণে, মানসম্পন্ন খেলোয়াড়দের না খেলালে এমনটাই ঘটবে।’