‘ঝগড়াটে’, ‘বদমেজাজি’, ‘অহংকারী’, ‘খিটখিটে বুড়ি’। সংসদ সদস্য ও অভিনেত্রী জয়া বচ্চনকে সামাজিক যোগাযোগমাধ্যমে এসব বলে সমালোচনা করা হয়। এবার অভিনেত্রী কঙ্গনা রনৌতও জয়াকে ‘লাল ঝুঁটিধারী ঝগড়াটে মুরগি’ বলে কটাক্ষ করলেন।
সম্প্রতি দিল্লির কনস্টিটিউশন ক্লাবে এক ভক্ত জয়ার কাছাকাছি গিয়ে সেলফি তুলতে যান। আর এতেই মেজাজ হারান এই অভিনেত্রী। ওই ব্যক্তির সঙ্গে দুর্ব্যবহার করেন তিনি। উপস্থিত সবাই অবাক হয়ে দেখেন, জয়া এমন আচরণ। এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়।
ভিডিওতে দেখা যায়, জয়া বচ্চন লাল রঙের শাড়ি ও সমাজবাদী পার্টির লাল টুপি পরে রয়েছেন। তিনি এক ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন। হঠাৎ ওই ব্যক্তি জয়ার অনুমতি ছাড়া সেলফি তুলতে গেলে বিরক্ত বোধ করে তাঁকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন জয়া। রাগে চেঁচিয়ে বলেন, ‘হচ্ছেটা কী? কী করছেন আপনি?’
জয়ার এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে কঙ্গনা তাকে ‘সবচেয়ে বিগড়ানো’ ও ‘সুবিধাপ্রাপ্ত নারী’ বলে উল্লেখ করেন। লেখেন, ‘সবাই ওনার বদমেজাজ ও আজেবাজে কথাবার্তা সহ্য করে শুধু উনি অমিতাভ বচ্চনের স্ত্রী বলে। ওনার মাথার সমাজবাদী পার্টির টুপি মুরগির ঝুঁটির মতো দেখতে লাগছে। আর জয়া নিজে ঝগড়াটে মুরগির মতো। ওনার ব্যবহার অত্যন্ত অপমানজনক ও লজ্জাজনক।’
ইউটি/এসএন