শিল্পীদের এআইকে আয়ত্ত করার পরামর্শ দিলেন টাইটানিক পরিচালক

বিভিন্ন বিষয়ে নিজের চিন্তাভাবনা প্রকাশ করতে কখনোই পিছপা হননি বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে ব্যবসাসফল নির্মাতা জেমস ক্যামেরন। এবার জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়েও নিজস্ব মতামত দিলেন।

‘টাইটানিক’ ও ‘অ্যাভাটার’ সিরিজের জন্য বিশ্বজুড়ে খ্যাত ৭০ বছর বয়সী এই পরিচালক। সম্প্রতি আন্তর্জাতিক চলচ্চিত্রবিষয়ক সংবাদমাধ্যম স্ক্রিন ডেইলির সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি এমন আর কিছু ভাবতে পারি না, যা জেনারেটিভ এআই থেকে বড় ও গুরুত্বপূর্ণ। আমাদের জন্য এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। আমাদের এটি আয়ত্ত করতে হবে এবং এমনভাবে ব্যবহার করতে হবে, যেন এটি একটি শিল্পচর্চার উপকরণ হিসেবে থাকে, শিল্পীদের বিকল্প হয়ে না দাঁড়ায়।’

প্রযুক্তিনির্ভর চলচ্চিত্র নির্মাণে জেমস ক্যামেরনের গ্রহণযোগ্যতা ও অবদান দীর্ঘদিনের। ‘টার্মিনেটর-২’তে সিজিআই এবং ‘অ্যাভাটার’-এ পারফরম্যান্স ক্যাপচার ও থ্রিডি প্রযুক্তি ব্যবহারে তিনি ছিলেন পথপ্রদর্শক। তবে এবারের প্রসঙ্গ জেনারেটিভ এআই, যা নিয়ে হলিউডে তীব্র বিতর্ক চলছে। সামান্য ইঙ্গিত পেলেই চলচ্চিত্রকর্মীদের মধ্যে দেখা যায় ব্যাপক প্রতিক্রিয়া।

তবে ক্যামেরনের বক্তব্য তুলনামূলকভাবে ভারসাম্যপূর্ণ। তিনি বলেন, ‘আমার কখনো নতুন প্রযুক্তিকে ভয় লাগেনি। আমি এটা শিখতে চাই, নিজে আয়ত্ত করতে চাই, তারপর নিজের শিল্পে কীভাবে প্রয়োগ করব, সে বিষয়ে নিজেই সিদ্ধান্ত নিতে চাই।’
তিনি আরও বলেন, ‘এখন আমরা একধরনের “ওয়াইল্ড ওয়েস্ট” অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি। কোনো নিয়ম নেই। আমরা যারা সিনেমা ও টেলিভিশনে কাজ করি, আমাদেরই নিয়ম তৈরি করতে হবে।’

এ ছাড়া ভ্যারাইটির উদ্ধৃতি অনুযায়ী, বোজ টু দ্য ফিউচার পডকাস্টে ক্যামেরন বলেন, বড় বাজেটের ভিএফএক্স-নির্ভর সিনেমাগুলোর খরচ কমাতে জেনারেটিভ এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। উদাহরণ হিসেবে তিনি ‘ডিউন’ ছবির কথা বলেন। তবে তিনি স্পষ্ট করে দেন, এর মানে এই নয় যে, মানুষকে বাদ দিয়ে প্রযুক্তি ব্যবহার করা হবে।

ক্যামেরন বলেন, ‘এটা কিন্তু ইফেক্টস কোম্পানিতে অর্ধেক কর্মী ছাঁটাইয়ের বিষয় নয়। এর মানে হলো, একটি দৃশ্য তৈরি করতে দ্বিগুণ গতি অর্জন করা, যাতে কাজের গতি বাড়ে এবং শিল্পীরা একের পর এক নতুন ও সৃজনশীল কাজে যুক্ত হতে পারেন। এটাই আমার ভবিষ্যতের ভাবনা।’

তিনি বরাবরই সিজিআই (যার প্রবর্তন হয়েছিল ‘টার্মিনেটর-২’তে), পারফরম্যান্স ক্যাপচার ও থ্রিডি চলচ্চিত্র নির্মাণের মতো নতুন প্রযুক্তির পক্ষে সোচ্চার ছিলেন, যেগুলোর ব্যবহার আমরা ‘অ্যাভাটার’-এ দেখেছি। সিজিআই ও পারফরম্যান্স ক্যাপচারের মতো প্রযুক্তিগুলো ঠিকভাবে কাজ করতে এখনো মানুষের সৃজনশীল হস্তক্ষেপ দরকার হয়। অথচ জেনারেটিভ এআইয়ের অনেক সমর্থক মনে করেন, এই প্রযুক্তি ব্যবহার করে মানুষের সম্পূর্ণ অংশগ্রহণ ছাড়াই চিত্রনাট্য লেখা বা সিনেমা তৈরি সম্ভব।

এফপি/এস এন

Share this news on:

সর্বশেষ

img
অক্টোবরে যুক্তরাষ্ট্রে দুটি ম্যাচ খেলবে মেসির আর্জেন্টিনা Aug 14, 2025
img
অস্ট্রেলিয়ায় বড় পরাজয়ে টুর্নামেন্ট শুরু করল বাংলাদেশ Aug 14, 2025
img
জামিন পেলেন টিকটকার প্রিন্স মামুন Aug 14, 2025
img
স্লিভলেস ড্রেসে আবেদনময়ী লুকে ধরা দিলেন অভিনেত্রী ভাবনা Aug 14, 2025
img
বুর্জ খলিফায় ভারত-পাকিস্তানের পতাকা, কত খরচ হবে দুই দেশের? Aug 14, 2025
গুলশানের ঘটনায় কোন উপদেষ্টা জড়িত কিনা তদন্ত করার আহ্বান সালাহউদ্দিন আহমেদের Aug 14, 2025
বেলারুশ-রাশিয়ার একযোগে ‘ওরেশনিক’ ক্ষেপণাস্ত্র ব্যবহারের মহড়া Aug 14, 2025
২০২৪ সালের ৫ আগস্টের পর অপুর সঙ্গে আমার কখনো দেখা হয়নি Aug 14, 2025
যুদ্ধ বন্ধে রাজি না হলে রাশিয়াকে ‘অত্যন্ত গুরুতর পরিণতি’ ভোগ করতে হবে: ট্রাম্প Aug 14, 2025
শাকিব খান কেন্দ্রিক জল্পনা উড়িয়ে মিষ্টি জান্নাতের ফেসবুক স্ট্যাটাস Aug 14, 2025
সুপার কাপের রোমাঞ্চ: পিএসজির পঞ্চম ট্রফি, টটেনহামের হতাশা Aug 14, 2025
রাগ নিয়ন্ত্রণের সেরা কৌশল Aug 14, 2025
img
ঢাবির হলগুলোতে ছাত্রদলের কমিটি বহাল থাকবে : রাকিব Aug 14, 2025
img
হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল, গ্রেপ্তারি পরোয়ানা জারি Aug 14, 2025
img
অপরাজনীতির ট্রমা থেকে বের হতে পারেনি শিক্ষার্থীরা: শিবির সভাপতি Aug 14, 2025
img
কবরে ছয়টি জলজ্যান্ত সাপ আমার ওপরে ছাড়া হয়েছিল : তৌসিফ মাহবুব Aug 14, 2025
img
সামাজিক মাধ্যমে সন্তানের বাবা-মায়েদের কাছে প্রভার বিশেষ অনুরোধ Aug 14, 2025
img
দুদকের আইনজীবী হিসেবে নিয়োগ পেয়েছেন ড. শাহদীন মালিক Aug 14, 2025
img
দেশেই আছেন, সংবাদকে ভিত্তিহীন বললেন হৃদয় Aug 14, 2025
img
সংসদ নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহে : ইসি সচিব Aug 14, 2025