শুল্কের আড়ালে নরওয়ের অর্থমন্ত্রীকে নোবেল পুরস্কারের প্রশ্ন ট্রাম্পের!

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মাসে নরওয়ের অর্থমন্ত্রীর সঙ্গে টেলিফোনে বাণিজ্য শুল্ক নিয়ে আলোচনা করার সময় নোবেল শান্তি পুরস্কার সম্পর্কেও প্রশ্ন করেছিলেন। বৃহস্পতিবার নরওয়ের বাণিজ্য বিষয়ক দৈনিক ডাগেন্স নেয়ারিংসলিভের এক প্রতিবেদনে মার্কিন প্রেসিডেন্টের নোবেল শান্তি পুরস্কারের প্রতি ঝোঁক নিয়ে চাঞ্চল্যকর এই তথ্য জানানো হয়েছে।

ইসরায়েল, পাকিস্তান এবং কম্বোডিয়াসহ কয়েকটি দেশ ট্রাম্পকে বিভিন্ন পক্ষের মাঝে শান্তি চুক্তি কিংবা যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করার ঘটনায় নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছে। এমনকি ট্রাম্প নিজেও বলেছেন, হোয়াইট হাউসের পূর্বসূরী চারজন প্রেসিডেন্টের মতো তিনিও নরওয়ের নোবেল শান্তি পুরস্কারের যোগ্য।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে ডাগেন্স নেয়ারিংসলিভ বলেছে, ‘‘নরওয়ের অর্থমন্ত্রী জেন্স স্টলটেনবার্গ অসলোয় রাস্তায় হাঁটছিলেন, সেই সময় হঠাৎ করেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে কল করেন। এ সময় তিনি নোবেল শান্তি পুরস্কার ও শুল্ক নিয়ে আলোচনা করতে চান।’’

তবে এই বিষয়ে হোয়াইট হাউস, নরওয়ের অর্থ মন্ত্রণালয় এবং নরওয়েজীয় নোবেল কমিটি মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

প্রত্যেক বছর শত শত প্রার্থীকে বিশ্বের অন্যতম সম্মানজনক এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়। মনোনীতদের মধ্যে থেকে বিজয়ীকে নির্বাচিত করে নরওয়েজীয় নোবেল কমিটি। এই কমিটির পাঁচ সদস্যকে নিয়োগ দেয় নরওয়ের সংসদ। উনিশ শতকের সুইডিশ শিল্পপতি আলফ্রেড নোবেলের ইচ্ছে অনুযায়ী, প্রত্যেক বছরের অক্টোবরে অসলোয় নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হয়।

দেশটির ওই দৈনিক বলেছে, ট্রাম্প যে এবারই প্রথম পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সাবেক মহাসচিব ও নরওয়ের অর্থমন্ত্রী স্টলটেনবার্গের সঙ্গে নোবেল শান্তি পুরস্কার নিয়ে আলোচনা করেছেন, বিষয়টি তেমন নয়। এর আগেও স্টলটেনবার্গের সঙ্গে আলোচনায় তিনি এই পুরস্কারের বিষয়ে কথা বলেছিলেন।

তবে স্টলটেনবার্গ বলেছেন, নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস স্টোরের সঙ্গে বৈঠকের আগে বাণিজ্য শুল্ক ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনার জন্য আমাকে কল করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প।

ট্রাম্প নোবেল পুরস্কারকে আলোচনার বিষয় করেছেন কি না, এমেন প্রশ্নের জবাবে জেন্স স্টলটেনবার্গ বলেছেন, ‘‘আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথোপকথনের বিষয়বস্তু নিয়ে বেশি বলতে পারব না।’’ তিনি বলেন, কলে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ও বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারসহ হোয়াইট হাউসের কয়েকজন কর্মকর্তা ছিলেন।

গত ৩১ জুলাই নরওয়ের পণ্যে ১৫ শতাশং শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে হোয়াইট হাউস। যা ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর সমান। বুধবার স্টলটেনবার্গ বলেছেন, যুক্তরাষ্ট্রের আরোপ করা শুল্ক নিয়ে এখনও হোয়াইট হাউসের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে নরওয়ে।

সূত্র: রয়টার্স।

টিকে/

Share this news on:

সর্বশেষ

img

বিশ্বকাপ বাছাই

লাটভিয়াকে ৫-০ গোলে হারিয়ে বিশ্বকাপের টিকেট নিশ্চিত ইংল্যান্ডের Oct 15, 2025
img
ব্যর্থতার দায়ে বরখাস্ত সুইডেন কোচ Oct 15, 2025
সোচ্চারের জরিপে এগিয়ে থাকলো ছাত্রশিবির পিছয়ে ছাত্রদল Oct 15, 2025
img
বিশ্বে শক্তিশালী পাসপোর্টের সূচকে শীর্ষে সিঙ্গাপুর, বাংলাদেশের অবস্থান ১০০তম Oct 15, 2025
img
এল ক্লাসিকোয় অনিশ্চিত লেভানদোভস্কি Oct 15, 2025
মিরপুরের আগুনের ঘটনা নিয়ে যা বলছে ফায়ার সার্ভিস Oct 15, 2025
প্রটোকল ভঙ্গের অভিযোগে আলোচনায় প্রধান উপদেষ্টার রোম সাক্ষাৎ Oct 15, 2025
আ. লীগের মিছিলে অর্থ লেনদেন ঘিরে পুলিশের কড়া সতর্কতা Oct 15, 2025
ইন্দো–প্যাসিফিক অংশীদারিত্বে অস্ট্রেলিয়ার চোখ বাংলাদেশে Oct 15, 2025
সরকারের কাছে অনুরোধ, নিহত পরিবারকে আর্থিক অনুদান দেওয়া হোক: জামায়াতের আমির Oct 15, 2025
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে শিক্ষকদের দিনব্যাপী কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি Oct 15, 2025
img
ভারতে চলন্ত বাসে আগুন, পুড়ে প্রাণ গেল অন্তত ১৯ জনের Oct 15, 2025
'আমি ৩০ সেকেন্ডে এমন কিছু বলবো, যেটা বাংলাদেশের পক্ষে যাবে' Oct 15, 2025
পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে জামায়াত নেতার বক্তব্য Oct 15, 2025
দুর্নীতি/বাজ জনপ্রশাসন সচিব নিয়োগ দিয়েছে সরকার বলছে জামায়াত Oct 15, 2025
img
রোনালদোর রেকর্ড, অল্পের জন্য বিশ্বকাপের টিকিট নিশ্চিত হলো না পর্তুগালের Oct 15, 2025
img
১৬ বছর পর আবারও ফিফা বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা Oct 15, 2025
img
পাবলিক ইস্যু রুল-২০১৫ রহিত করে নতুন নীতিমালার খসড়া অনুমোদন Oct 15, 2025
img
চট্টগ্রামে ছুরিকাঘাতে প্রাণ গেল ছাত্রদল নেতার Oct 15, 2025
img
মিরপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের পরিবারকে ১ লাখ টাকা করে দেবে বিএনপি Oct 15, 2025