ভারতীয় ক্রিকেট তারকা শামির সঙ্গে স্ত্রী হাসিনের বিচ্ছেদ ঘটেছে আগেই। সন্তানও আছে সে ঘরে। এবার সাবেক স্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে তুললেন এক বিস্ফোরক অভিযোগ। বললেন, বান্ধবী ও উপপত্নীদের জন্য তিনি নিজের মেয়ের জীবন নিয়ে খেলছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া পোস্টে হাসিন বলেন, তাদের দশ বছরের মেয়ে আয়রার পড়াশোনার দেখভাল করেন না তারকা পেসার। তার বদলে অগ্রাধিকার দেন বান্ধবীর ছেলেমেয়েদের। লক্ষ লক্ষ টাকা ব্যয় করেন উপপত্নীর বাচ্চাদের পেছনে। তাদের জন্য বিজনেস ক্লাসের টিকিট, স্কুলের মাইনে, সবকিছুই শামি দেন। এই বিষয়ে ইনস্টাগ্রামে পোস্ট করেন শামির প্রাক্তন স্ত্রী। তারকা পেসারের থেকে মাসে ৪ লক্ষ টাকা খোরপোশ পান হাসিন। তারমধ্যে ২.৫ লক্ষ তাদের মেয়ের জন্য।
হাসিনের সোশ্যাল মিডিয়া পোস্ট অনুযায়ী, সম্প্রতি আয়রা একটি প্রখ্যাত ইন্টারন্যাশনাল স্কুলে ভর্তি হয়েছে। ইনস্টাগ্রামে হাসিন লেখেন, শত্রুরা চায়নি আমার মেয়ে একটা ভাল স্কুলে ভর্তি হোক। কিন্তু আল্লাহ তাদের পরিকল্পনা ভেস্তে দিয়েছে। ও খুব ভাল একটা আন্তর্জাতিক স্কুলে ভর্তি হয়েছে। আমার মেয়ের বাবা কোটিপতি হওয়া সত্ত্বেও মহিলাদের প্রতি আসক্তির জন্য মেয়ের জীবন নিয়ে খেলছে। উপপত্নীর ছেলেমেয়েদের এলিট স্কুলে পড়াশোনা করাচ্ছে। বান্ধবীর বিজনেস ক্লাসের টিকিটের জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করছে। কিন্তু দাবি করে, নিজের মেয়ের পড়াশোনার জন্য টাকা নেই।
২০১৪ সালে গাঁটছড়া বাঁধেন শামি এবং হাসিন। একবছর পর মেয়ে আয়রার জন্ম হয়। তারপর থেকেই দাম্পত্যে অশান্তি। ২০১৮ সালে শামি এবং তার পরিবারের বিরুদ্ধে মামলা করেন হাসিন। কয়েকদিন আগে বিবাহবিচ্ছেদের মামলায় বড় ধাক্কা খান তারকা পেসার। সাবেক স্ত্রী হাসিন এবং মেয়ে আয়রার ভরণপোষণের জন্য প্রতি মাসে চার লক্ষ টাকা দেয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট।
এমকে/টিএ