মন ভালো নেই ওপার বাংলার অভিনেত্রী রুক্মিণী মৈত্রের। হঠাৎ এক অঘটনে শোকস্তব্ধ নায়িকা। সম্প্রতি নিজের দাদুকে হারিয়েছেন তিনি; তাই অভিনেত্রীর পরিবারে এখন শোকের ছায়া।
ভারতীয় গণমাধ্যমের খবর, মুম্বাইতে অবস্থান করছিলেন রুক্মিণী। হঠাৎ দাদুর প্রয়াণের খবর পেয়ে আর থাকতে পারছিলেন না সেখানে। তাই দ্রুত কলকাতায় ফেরার সিদ্ধান্ত নেন অভিনেত্রী। এ নিয়ে যদিও বিস্তারিত কিছু জানা যায়নি।
সূত্র বলছে, নায়িকার দাদু যে খুব অসুস্থ ছিলেন তেমন নয়। তবে অনেকটাই বয়স হয়েছিল। এক মাস আগেই নিজের মাসিকে হারিয়েছেন অভিনেত্রী। তাই পরিবারে ঘটে যাওয়া একের পর এক দুর্ঘটনায় মন ভালো নেই অভিনেত্রীর; মা এবং দিদার পাশে থাকতেই তার কলকাতায় ফেরা।
এদিকে শোনা যাচ্ছে, পাকাপাকি ভাবে নাকি মুম্বাইয়েই থাকছেন রুক্মিণী। হিন্দি ছবির ওয়ার্কশপও নাকি করছেন। তবে নায়িকার পক্ষ থেকে এই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’ ছবির পর আর বড় পর্দায় দেখা যায়নি তাকে। তবে ইতোমধ্যেই চিরঞ্জিত চক্রবর্তীর সঙ্গে ‘হাঁটি হাঁটি পা পা’ ছবির শুটিং শেষ করেছেন রুক্মিণী। আপাতত তাকে নতুন ভাবে পর্দায় দেখার অপেক্ষায় দর্শক।
এফপি/ এসএন