বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার। ১৯৭৫ সালের ১৫ আগস্ট তিনি সপরিবারে হত্যার শিকার হন। তিনি ছাড়াও নিহত হন তাঁর সহধর্মিণী বেগম ফজিলাতুন নেছা মুজিব, একমাত্র ভাই শেখ আবু নাসের, তাঁর জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল, শেখ জামাল, শিশুপুত্র শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামাল, শেখ ফজলুল হক মনি ও তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী বেগম আরজু মনি, শেখ মুজিবুর রহমানের ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাত, তাঁর ছোট মেয়ে বেবী সেরনিয়াবাত, কনিষ্ঠ শিশুপুত্র আরিফ সেরনিয়াবাত, নাতি সুকান্ত আবদুল্লাহ বাবু, ভাইয়ের ছেলে শহীদ সেরনিয়াবাত, আবদুল নঈম খান রিন্টু এবং শেখ মুজিবুর রহমানের জীবন রক্ষায় এগিয়ে আসা প্রধান নিরাপত্তা কর্মকর্তা কর্নেল জামিল উদ্দিন আহমেদ।
এই দিনটিতে সামাজিক মাধ্যমে অনেকেই এই হত্যাকাণ্ডকে স্মরণ করে শোক প্রকাশ করছেন।
শোক প্রকাশ করছেন শোবিজ তারকারাও। এই তালিকায় শামিল হয়েছে অভিনেতা আরশ খান। অভিনেতা আরশ খান সামাজিক মাধ্যমে স্মরণ করা বিষয়টিকে নিয়ে একটি পোস্ট রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার একটি লাইনুকে ভল আখ্যা দিয়েছেন।
আরশ খান লিখেছেন, সাত কোটি জনতার হে বঙ্গজননী, রেখেছো বাঙালি করে, মানুষ করোনি।
কবি গুরু তোমার কথা আজ মিথ্যা প্রমাণিত হয়েছে, আমার বাঙালি আজ মানুষ হয়েছে।
সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ছবি পোস্ট করেছেন। ওই ছবির সঙ্গে লাইন যুক্ত করার কারণ হিসেবে আজ সাধারণ মানুষের শোক প্রকাশকে বোঝাচ্ছেন।
এসএন