মাসখানেক আগেই তাঁদের বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড় হয়েছিল টলিপাড়া! তবে সব জল্পনা উড়িয়ে দিয়ে তারকাজুটি আবারও তাঁদের প্রেম, ভাব-ভালোবাসার ঝলক দেখিয়েছেন ভার্চুয়াল দুনিয়ায়। এবার জুটিতে বাড়িতে জন্মাষ্টমীর পুজো করলেন। একেবারে পাকা কর্তা-গিন্নির মতোই পুজোর আয়োজন সেরেছেন যশ-নুসরত। আর সেই আধ্যাত্মিক ঝলকই এবার নেটপাড়ায় তুলে ধরলেন তারকাজুটি।
এর আগে বাড়িতে সপরিবারে দিওয়ালি থেকে দোল, ইদ পালন করার মুহূর্ত ভাগ করে নিয়েছিলেন নুসরত জাহান এবং যশ দাশগুপ্ত। তবে তারকাজুটি যে আধ্যাত্মিক এবং কৃষ্ণপ্রেমী, সেটা তাঁদের সোশাল মিডিয়ার গতিবিধিতে নজর রাখলেই বেশ বোঝা যায়। এবার বাড়িতেও জন্মাষ্টমী পুজো আয়োজন করেছেন তাঁরা। যশ-নুসরতের শেয়ার করা ছবিতেই দেখা গেল একদিকে রাধাকৃষ্ণ, আরেকদিকে ছোট্ট গোপালের মূর্তি সাজানো। নতুন জামা পরানো হয়েছে তাঁদের। ঠাকুরের পোশাকও জমকালো। জুঁই-গাঁদা, পদ্ম, চন্দ্রমুখী, গোলাপের মতো রকমারি ফুল আর ময়ূরপুচ্ছে সাজানো হয়েছে পুজোর আসর। সামনেই থরে থরে রকমারি নৈবেদ্যের থালা আগলে বসে যশ। ভোগের তালিকায় তালের বড়া মাস্ট!
জন্মাষ্টমী উপলক্ষে আদ্যোপান্ত ট্র্যাডিশনাল সাজপোশাকে ধরা দিলেন যশ-নুসরত। হালকা বেগুনি রঙের শাড়িতে সেজেছেন অভিনেত্রী। খোপায় জড়ানো জুঁইয়ের মালা। কানে মানানসই চাঁদবালি। রং মিলান্তি নেইলআর্ট দেখাতেও ভুললেন না নুসরত। অন্যদিকে সাদা পাঞ্জাবিতে ক্যামেরার সামনে ধরা দিলেন যশ দাশগুপ্ত।
তার সঙ্গে রংবাহারি উত্তরীয় গলায় মন দিয়ে প্রসাদ সাজাচ্ছেন অভিনেতা। তারকাজুটির পোস্টে পালটা জন্মষ্টমীর শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরাও। তবে একাংশ আবার নায়িকার ‘ধর্ম’ নিয়ে কটাক্ষ করতেও পিছপা হলেন না! তবে নুসরত বরাবরই এসবে পাত্তা দেন না। সবমিলিয়ে যশ-নুসরতের বাড়িতে জমজমাট জন্মাষ্টমীর পুজো।
ইউটি/টিএ