ক্যারিয়ারের সেরা হিট ‘আমরান’-এর পর ফের বড় পর্দায় ফিরছেন দক্ষিণী তারকা শিবকার্তিকেয়ান। আসন্ন অ্যাকশন থ্রিলার ‘মাধারাসি’-তে তাকে নতুন রূপে দেখা যাবে। এ আর মুরুগাদস পরিচালিত এই ছবি মুক্তি পাচ্ছে আগামী ৫ সেপ্টেম্বর ২০২৫ সালে।
এই ছবির মাধ্যমে কোলউডে অভিষেক হচ্ছে অভিনেত্রী রুকমিনি বসন্তের। তিনি এখানে শিবকার্তিকেয়ানের বিপরীতে নায়িকা চরিত্রে অভিনয় করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক মুরুগাদস জানিয়েছেন, ছবিটি মূলত অ্যাকশন ঘরানার হলেও এর কেন্দ্রে রয়েছে এক প্রেমকাহিনি। তার ভাষায়, ‘‘এটি একটি অ্যাকশন সিনেমা হলেও গল্পের প্রাণ প্রেম। যেমন ২০০৫ সালের আমার ব্লকবাস্টার ‘গজিনি’ ছিল প্রতিশোধের গল্প, যেখানে প্রেমই মূল চালিকা শক্তি। ঠিক তেমনভাবেই ‘মাধারাসি’তেও দর্শকরা সেই স্বাদ পাবেন।’’
ছবিতে খলনায়ক চরিত্রে আছেন বিদ্যুত জামওয়াল। তিনি এর আগে মুরুগাদসের ‘তুপ্পাকি’ ছবিতেও অভিনয় করেছিলেন। সংগীতে রয়েছেন জনপ্রিয় সুরকার অনিরুদ্ধ রবিচন্দ্রন। আর প্রযোজনায় আছেন এন. শ্রীলক্ষ্মী প্রসাদ, তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘শ্রী লক্ষ্মী মুভিজ’-এর ব্যানারে নির্মিত হয়েছে ছবিটি।
অ্যাকশন, আবেগ আর রোমাঞ্চের সমন্বয়ে ‘মাধারাসি’ ইতিমধ্যেই তামিল সিনেমার সবচেয়ে প্রত্যাশিত ছবির তালিকায় জায়গা করে নিয়েছে। মুক্তির আগেই ছবিটি ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে।
ইউটি/টিএ