শেখ হাসিনার বিরুদ্ধে মামলার ষষ্ঠ সাক্ষ্যগ্রহণ আজ

ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে হওয়া মামলায় ষষ্ঠ সাক্ষ্যগ্রহণ আজ রোববার (১৭ আগস্ট) অনুষ্ঠিত হবে।

আজ (রোববার) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে ষষ্ঠ সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে।

ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন- বিচারপতি শফিউল আলম মাহমুদ এবং বিচারপতি মহিতুল হক এনাম চৌধুরী।

এর আগে একই মামলায় গত ৬ আগস্ট চতুর্থ ও পঞ্চম দুজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে ট্রাইব্যুনাল পরবর্তী সাক্ষ্যগ্রহণের এই দিন ধার্য করেন। তারই ধারাবাহিকতায় আজ এই সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া এই মামলার অভিযোগের মধ্যে থাকা আবু সাঈদ হত্যার ঘটনায় সাক্ষ্য দেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী রিনা মুরমু এবং এনটিভির রংপুরের সাংবাদিক এ কে এম মঈনুল হক। এর আগে দুইদিন এই মামলায় আরও তিনজনের সাক্ষ্যগ্রহণ করা হয়।

ট্রাইব্যুনালে ওইদিন প্রসিকিউটর মিজানুল ইসলাম শুনানি করেন। এ সময় অন্য প্রসিকিউটররা উপস্থিত ছিলেন। অপর দিকে শেখ হাসিনার পক্ষে ছিলেন- রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন। আর এই মামলায় গ্রেপ্তার হয়ে ট্রাইব্যুনালে হাজির হওয়া আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের পক্ষে ছিলেন আইনজীবী যায়েদ বিন আমজাদ।

মানবতাবিরোধী অপরাধের এই মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে গত ১০ জুলাই অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এছাড়া এই মামলায় দোষ স্বীকার করে ঘটনার সত্যতা উদ্‌ঘাটনে (অ্যাপ্রোভার) রাজসাক্ষী হতে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের আবেদন মঞ্জুর করেন ট্রইব্যুনাল।

গত ১৬ জুন ট্র্যাইব্যুনাল-১ পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে উপস্থিত হতে একটি বাংলা ও একটি ইংরেজি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন এবং পরদিন দুটি পত্রিকায় শেখ হাসিনা ও কামালকে সাতদিনের মধ্যে আত্মসমর্পণ করতে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। যদিও সেই বিজ্ঞপ্তি দেওয়ার পরও পলাতক দুই আসামি ট্রাইব্যুনালে হাজির না হওয়ায় তাদের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী দিয়ে এই মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য করেন। সে অনুযায়ী শুনানি শেষে গত ১০ জুলাই এই মামলায় অভিযোগ গঠন করে আদেশ দেন ট্র্যাইব্যুনাল-১।

গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে গত ১ জুন আনুষ্ঠানিক অভিযোগ (ফর্মাল চার্জ) আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

শেখ হাসিনার পাশাপাশি এই মামলায় অভিযুক্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ এনে অভিযোগ গঠনের আবেদন করে প্রসিকিউশন।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত ট্রাইব্যুনালে গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে প্রথম মামলাটি (মিস কেস বা বিবিধ মামলা) হয় শেখ হাসিনার বিরুদ্ধে।

কেএস/টিকে

Share this news on:

সর্বশেষ

পদ টিকিয়ে রাখতে স্ত্রীকে গার্লফ্রেন্ড পরিচয় দিতেন ছাত্রদল নেতা Aug 17, 2025
img
নিধি আগারওয়ালের জন্মদিনে 'দ্য রাজা সাব' টিমের উষ্ণ শুভেচ্ছা Aug 17, 2025
img
ব্যাটিং বিপর্যয়ে হারল বাংলাদেশ Aug 17, 2025
img
মানুষ এখন আপনাদের ফাঁকিবাজি ভালোভাবেই বুঝতে পারে : বাঁধন Aug 17, 2025
img
৩ ফরম্যাটে এক অধিনায়ক নীতিতে ফিরছে টিম ইন্ডিয়া! Aug 17, 2025
img
শিবাকার্থিকেয়ানের মতে ইয়াশ হবে রাবণ চরিত্রের জন্য একদম উপযুক্ত Aug 17, 2025
img
দল ঘোষণা করল বিসিবি, নেই সোহান-বিজয় Aug 17, 2025
img
সেন্সর বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে 'পরম সুন্দরী' টিম Aug 17, 2025
img
কনসার্ট বাতিলে আর্টসেলের কাছে ১৪ লাখ টাকার ক্ষতিপূরণ দাবি Aug 17, 2025
img
আল্লু অর্জুন নাকি রণবীর কাপুর! কে থাকবে ‘ডিস্কো ড্যান্সার ২’ তে Aug 17, 2025
img
নিউইয়র্কে রেস্তোরাঁয় বন্দুক হামলা, নিহত অন্তত ৩ Aug 17, 2025
img
ক্ষমতা পালাবদলের সঠিক পদ্ধতি আমরা ৫৪ বছরেও পাইনি : শিবির সেক্রেটারি Aug 17, 2025
img
পাওয়ান কল্যাণের বিপরীতে ‘ওজি’-তে প্রিয়াঙ্কা আরুল মোহন Aug 17, 2025
img
অভিনয় নয়, এবার প্রযোজক রূপে অজয় দেবগন Aug 17, 2025
img
রাজধানী ঢাকায় আওয়ামী লীগের আরও ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার Aug 17, 2025
img
রিজার্ভের পরিমাণ নিয়ে নতুন তথ্য প্রকাশ করল বাংলাদেশ ব্যাংক Aug 17, 2025
img
পাসপোর্ট ও ভিসা উইংয়ের কর্মকর্তাদের দুর্নীতিতে না জড়ানোর আহ্বান জানাল স্বরাষ্ট্র উপদেষ্টা Aug 17, 2025
img
ডাকসু নির্বাচনে ৬ দিনে মনোনয়ন সংগ্রহ করেছেন ১২৫ জন Aug 17, 2025
img
ক্যাম্পে ফুটবলার না ছাড়ায় বসুন্ধরা কিংসের সঙ্গে বিরোধে বাফুফে Aug 17, 2025
img
সাঈদীর রায়ে মিষ্টি বিতরণকারী আ.লীগ নেতাকে গণপিটুনি Aug 17, 2025