রো‌হিঙ্গাদের মায়ানমারে ফিরিয়ে দিলে সবার জন্যই মঙ্গল : ড. খলিলুর রহমান

রো‌হিঙ্গাদের মায়ানমারে ফিরিয়ে দিলে সবার জন্যই মঙ্গল বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান।

রবিবার (১৭ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রোহিঙ্গা ইস্যুতে বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের ব্রিফ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

নিরাপত্তা উপদেষ্টা বলেন, আগামী ৩০ সেপ্টেম্বর রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘে যে আন্তর্জাতিক সম্মেলন হবে, তারই অংশ হিসেবে এই প্রস্তুতি নিয়েছি। আপনারা জানেন, রোহিঙ্গা ইস্যুটি আন্তর্জাতিক অ্যাজেন্ডা থেকে খসে পড়ছিল।

সে অবস্থাতে প্রধান উপদেষ্টা গত বছর জাতিসংঘের সাধারণ পরিষদে গিয়ে একটা আন্তর্জাতিক সম্মেলনের জন্য জাতিসংঘের সদস্য দেশগুলোকে আহ্বান জানিয়েছেন। এবং তাৎক্ষণিকভাবে আমরা সাড়া পেয়েছি।

খলিলুর রহমান বলেন, সর্বসম্মতভাবে এই সম্মেলন আয়োজনে জাতিসংঘ সাধারণ পরিষদ সিদ্ধান্ত নেয়। ১০৬টি দেশ এতে কো-স্পন্সর করে।

সুতরাং এখন আন্তর্জাতিক সমর্থন যথেষ্ট আছে।

তি‌নি বলেন, এই সম্মেলন হলো রোহিঙ্গাদের জন্য এবং বিশ্ব সম্প্রদায়ের জন্য আশু সমাধানের পথ নির্দেশিকা দেওয়ার একটি স্থায়ী সুযোগ। আমরা সেই কারণে রোহিঙ্গাদের ভয়েস, তাদের কথা, তাদের আশা-আকাঙ্ক্ষা, তাদের স্বপ্ন, এসব আমরা সেখানে নিয়ে যেতে চাই।

নিরাপত্তা উপদেষ্টা বলেন, জাতিসংঘের সদস্য দেশগুলো সম্মেলনে অংশ নেয়, তবে রোহিঙ্গারা আর সদস্য নয়।

তবে কাউকে তাদের ভয়েসটা নিয়ে যেতে হবে। আমরা এ ধরনের প্রক্রিয়াতে সেই কাজটি করছি। আমরা আন্তর্জাতিক কমিউনিটিতে যথেষ্ট সাড়া পাচ্ছি।

তিনি আরও বলেন, সম্মেলনে যারা অংশ নেবেন, সেখান থেকে আপনারা দেখতে পাবেন, আমরা যে বার্তাটা নিয়ে যাব, রোহিঙ্গারা যে বার্তাটা পাঠাবেন, সেটা আগামী সেপ্টেম্বরে ইউএন কনফারেন্সের একটি বড় উপাদান।

আগামী ২৫ আগস্ট কক্সবাজারে রোহিঙ্গা সম্মেলনের বিষয়ে জানতে চাইলে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, সবচেয়ে বড় কথা হলো আমরা এই সমস্যার আশু ও স্থায়ী সমাধান চাই।

আপনি আন্তর্জাতিক সাহায্য দিয়ে কতদিন রাখবেন, তাদের তো বাড়িঘরে ফিরতে হবে। সেটাই আসল কথা। তবে সাহায্য গুরুত্বপূর্ণ, কারণ সেটা কমে গেলে নানা ধরনের মানবিক সমস্যা দেখা দেয়। যার প্রভাব আমাদের দেশেও পড়ে। সাহায্য যাতে অব্যাহত থাকে সে প্রচেষ্টা আমরা সবাই মিলে করছি এবং কিছু কিছু দাতাদের কিছু উদ্যোগের নিশানাও পাচ্ছি কিন্তু সবচাইতে বড় জিনিস হচ্ছে তাদের ফেরত দেওয়া।

তিনি আরো বলেন, আমি আন্তর্জাতিক সম্প্রদায়কে একটা কথা সবসময় বলি যে গত আট বছরে আমরা রোহিঙ্গাদের জন্য পাঁচ বিলিয়নের ওপর খরচ করেছি। আর এরা আসবার আগে কয় টাকা খরচ হয়েছে? এক পয়সা না।

নিরাপত্তা উপদেষ্টা বলেন, রোহিঙ্গারা যখন ফিরে যাবেন তাদের ভূমি অত্যন্ত উর্বর। তাদের পানিতে যথেষ্ট পরিমাণ মাছ পাওয়া যায়। আমরাই তো তাদের কাছ থেকে শস্য কিনতাম এক সময়। পৃথিবীর কোন প্রয়োজন তাদের কাছে নাই। তাই তাদের ফিরিয়ে দিলে সবার জন্য মঙ্গল।

এমআর/এসএন 

Share this news on:

সর্বশেষ

img
নিধি আগারওয়ালের জন্মদিনে 'দ্য রাজা সাব' টিমের উষ্ণ শুভেচ্ছা Aug 17, 2025
img
ব্যাটিং বিপর্যয়ে হারল বাংলাদেশ Aug 17, 2025
img
মানুষ এখন আপনাদের ফাঁকিবাজি ভালোভাবেই বুঝতে পারে : বাঁধন Aug 17, 2025
img
৩ ফরম্যাটে এক অধিনায়ক নীতিতে ফিরছে টিম ইন্ডিয়া! Aug 17, 2025
img
শিবাকার্থিকেয়ানের মতে ইয়াশ হবে রাবণ চরিত্রের জন্য একদম উপযুক্ত Aug 17, 2025
img
দল ঘোষণা করল বিসিবি, নেই সোহান-বিজয় Aug 17, 2025
img
সেন্সর বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে 'পরম সুন্দরী' টিম Aug 17, 2025
img
কনসার্ট বাতিলে আর্টসেলের কাছে ১৪ লাখ টাকার ক্ষতিপূরণ দাবি Aug 17, 2025
img
আল্লু অর্জুন নাকি রণবীর কাপুর! কে থাকবে ‘ডিস্কো ড্যান্সার ২’ তে Aug 17, 2025
img
নিউইয়র্কে রেস্তোরাঁয় বন্দুক হামলা, নিহত অন্তত ৩ Aug 17, 2025
img
ক্ষমতা পালাবদলের সঠিক পদ্ধতি আমরা ৫৪ বছরেও পাইনি : শিবির সেক্রেটারি Aug 17, 2025
img
পাওয়ান কল্যাণের বিপরীতে ‘ওজি’-তে প্রিয়াঙ্কা আরুল মোহন Aug 17, 2025
img
অভিনয় নয়, এবার প্রযোজক রূপে অজয় দেবগন Aug 17, 2025
img
রাজধানী ঢাকায় আওয়ামী লীগের আরও ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার Aug 17, 2025
img
রিজার্ভের পরিমাণ নিয়ে নতুন তথ্য প্রকাশ করল বাংলাদেশ ব্যাংক Aug 17, 2025
img
পাসপোর্ট ও ভিসা উইংয়ের কর্মকর্তাদের দুর্নীতিতে না জড়ানোর আহ্বান জানাল স্বরাষ্ট্র উপদেষ্টা Aug 17, 2025
img
ডাকসু নির্বাচনে ৬ দিনে মনোনয়ন সংগ্রহ করেছেন ১২৫ জন Aug 17, 2025
img
ক্যাম্পে ফুটবলার না ছাড়ায় বসুন্ধরা কিংসের সঙ্গে বিরোধে বাফুফে Aug 17, 2025
img
সাঈদীর রায়ে মিষ্টি বিতরণকারী আ.লীগ নেতাকে গণপিটুনি Aug 17, 2025
img
ভারত থেকে ১৫০ মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দিল সরকার Aug 17, 2025