অভিনয়জগতে দেড় দশকের পথচলার পর বলিউডের জনপ্রিয় মুখ সোনাক্ষী সিনহা এবার নিজের এক ভিন্ন রূপ তুলে ধরলেন। গ্ল্যামার ও আলো–ঝলমলের বাইরেও তিনি নিজেকে দেখাতে চান একজন বাস্তববাদী মানুষ হিসেবে। তার মতে, অনেক তারকাই আসল সত্তা থেকে দূরে সরে গিয়ে এক ধরনের মুখোশ পরে বেঁচে থাকেন। কিন্তু সোনাক্ষী স্পষ্ট জানালেন, তিনি সেই দলে নেই।
তার ভাষায়, যদি কেউ মুখোশ ধরে রাখে, তবে সমস্ত শক্তি সেই মুখোশ রক্ষায় খরচ হয়ে যায়। আর তিনি চান না অকারণে শক্তি অপচয় হোক। তাই ভক্তদের সামনে যেমন আছেন, তেমনভাবেই নিজেকে তুলে ধরাই তার কাছে সঠিক পথ।
এমন ভাবনার প্রতিফলন দেখা যাচ্ছে তার নতুন ইউটিউব চ্যানেলেও। দীর্ঘ ভিডিও কনটেন্ট তৈরির অভিজ্ঞতা তার জন্য নতুন হলেও এই প্ল্যাটফর্মই তাকে দিয়েছে ভক্তদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ। সোনাক্ষীর কাছে ইউটিউব একধরনের নতুন জনসংযোগ মাধ্যম, যেখানে তিনি নিজেকে নিজের মতো করেই তুলে ধরেন, দর্শক যেমন দেখতে চায় সেভাবে নয়।
তিনি বলেন, যখন কোনো কাজ চাপের মতো না লেগে আনন্দ দেয়, তখন সেটিই হয়ে ওঠে সবচেয়ে উপভোগ্য। তাই ইউটিউবে তিনি তার জীবনের একটি ছোট অংশই শেয়ার করেন, কিন্তু সেটাই হয়ে উঠছে বাস্তব সোনাক্ষীর প্রতিচ্ছবি।
এই ভিডিওতে প্রায়ই দেখা যায় তার স্বামী জাহির ইকবালকে। সোনাক্ষীর দাবি, জাহিরের ইতিবাচক দৃষ্টিভঙ্গি তার ব্যক্তিগত জীবনেও বড় পরিবর্তন এনে দিয়েছে। আগে তিনি বাইরে গেলে ছবি তুলতে চাইতেন না, কিন্তু জাহিরের সহজ মনোভাব তার সেই দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে।
সোনাক্ষী বলেন, অভিযোগ করে সময় নষ্ট করার বদলে জাহির বরং সহজভাবে ছবি তুলে বেরিয়ে যান। তার এই ইতিবাচকতা সোনাক্ষীকেও বদলে দিয়েছে। তিনি মনে করেন, জাহিরের জন্যই তিনি আরও ভালো মানুষ হয়ে উঠতে পেরেছেন।